পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
বেনাপোল অফিস : দু’দেশের বন্দরকে আধুনিকায়ন করতে ভারতীয় মিনিস্ট্রি অব এক্সটারনাল এ্যাফিয়ার্স’র পরিচালক কাজরী বিশওয়ালের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল (বুধবার) বেনাপোল বন্দর পরিদর্শন করেছেন।
প্রতিনিধি দলটি প্রথমে বেনাপোল বন্দরের ওপরে পেট্রাপোল বন্দর পরিদর্শন শেষে বেনাপোল বন্দর পরিদর্শন করেন। পরিদর্শন শেষে দলটি বন্দরের অডিটোরিয়ামে কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ ও বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে বন্দরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতত্বি করেন বেনাপোল বন্দরের উপ-পরিচালক আ: জলিল। বন্দরের বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য রাখেন কাস্টমস-এর সহকারী কমিশনার বাছির আহমেদ, বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি আলহজ মফিজুর রহমান সজন, ইন্ডিয়া বাংলাদেশ চেম্বারের বন্দর সাব-কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।