পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
অর্থনৈতিক রিপোর্টার ঃ তৈরি পোশাক শিল্পের আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অংশগ্রহণ দিন দিন বাড়ছে। গুণগত মানের সাথে দামের সমন্বয় করে পোশাক খাতের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।
গত মঙ্গলবার রাজধানীর খিলক্ষেতে একটি হোটেলে টেকসই পোশাক খাত নিয়ে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত থমাস প্রিন্স। জার্মান ভিত্তিক বহুজাতিক কোম্পানি টেক্সটাইল টেস্টিং ইনস্টিটিউট- হৌনস্টেইনের উদ্যোগে আয়োজিত এই সেমিনারে বিজিএমইএ›র সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ২০২১ সালে পোশাক খাত থেকে ৫০ বিলিয়ন রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে সচেতনভাবে কাজ করা হচ্ছে। অ্যাকর্ড ও অ্যালায়েন্সের সাথে সংস্কার কাজও দ্রুত এগিয়ে নেয়া হচ্ছে বলেও জানান তিনি। সেমিনারে বিকেএমইএ-সহ বিভিন্ন পোশাক কারখানার প্রতিনিধিরা অংশ নেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।