পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইনকিলাব ডেস্ক : বিশ্বে বেড়েই চলছে যুদ্ধ বিগ্রহের ঘটনা। সেই সঙ্গে রয়েছে প্রাকৃতিক দুর্যোগ। আর এসব ঘটনায় মারা যাওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ওই সব এলাকায় ও আশপাশে বাসরত মানুষগুলো। তারা হারাচ্ছেন তাদের মাথা রাখার ঠাঁইটুকুও। গত বছর বিশ্বব্যাপী নানা সংঘর্ষের ঘটনায় অভ্যন্তরীণভাবে বাস্তুহারা হয়েছেন প্রায় ৪০ দশমিক ৮ মিলিয়ন অর্থাৎ প্রায় চার কোটি আট লাখ মানুষ। এমনই তথ্য উঠে এসেছে নরওয়েভিত্তিক রিফিউজি কাউন্সিলের (এনআরসি) প্রকাশিত এক প্রতিবেদনে। গতকাল বুধবার (১১ মে) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। এনআরসির মতে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড। এর আগে এমনটি দেখা যায়নি। তারা জানায়, বাস্তুহারাদের মধ্যে মধ্যপ্রাচ্যের দেশ ও উত্তর আফ্রিকাতে বাড়ি ছাড়া হয়েছেন প্রায় ৪৮ লাখ। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইয়েমেন, সিরিয়া এবং ইরাক উল্লেখযোগ্য। প্রতিবেদনটি আরও জানায়, প্রায় ১৯ লাখ ২০ হাজার মানুষ বিভিন্ন দুর্যোগের কারণে নিজ দেশ থেকে বাস্তুহারা হয়েছেন। এদের মধ্যে ভারতে ৩৭ লাখ, চীনে ৩৬ লাখ ও নেপালে ২৬ লাখ মানুষ বাস্তুহারা হয়েছেন। নানা ধরনের সংঘর্ষ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে বিভিন্ন দেশে দুই কোটি ৭৮ লাখ মানুষ বাস্তুহারা হয়েছেন। মধ্যপ্রাচ্যের বাইরে তালিকার অন্যান্য দেশগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, কলম্বিয়া, কঙ্গো, নাইজেরিয়া, দক্ষিণ সুদান এবং ইউক্রেন। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।