Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ওয়ান ওয়ার্ল্ড টেক সামিট ২০১৯

সাইবার সিকিউরিটি জোরদারের আহবান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

ডিজিটাল ট্রান্সফরমেশনের জন্য সর্বোচ্চ সাইবার সিকিউরিটি পলিসি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন দেশি-বিদেশি আই টি এক্সপার্ট ও স্থানীয় ব্যবসায়ীরা। গতকাল (শনিবার) রাজধানীর গুলশান ক্লাবে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ওয়ান ওয়ার্ল্ড ইনফোটেক আয়োজিত ওয়ান ওয়ার্ল্ড টেক সামিট ২০১৯ এ বক্তৃতাকালে এ আহবান জানান তাঁরা। সামিটে স্বাগত বক্তব্য রাখেন ওয়ান ওয়ার্ল্ড ইনফোটেকেন গেøাবাল ডিরেক্টর মারুফ আহমেদ। সামিটে ওরাকলের সিনিয়র কান্ট্রি ডিরেক্টর এলান সঙ্গ জানান, প্রতিযোগিতামূলক এ বিশে^ ডিজিটাল ট্রান্সফরমেশনের যেমন বিকল্প নেই ঠিক তেমনি এর সুফল ভোগ করতে হলে প্রয়োজন যথাযথ সাইবার নিরাপত্তা। সামিটে বক্তারা বাংলাদেশের মত উন্নয়নশীল দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় সর্বোচ্চ সাইবার সিকিউরিটি পলিসি নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেন। দিনব্যাপী এ তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্মেলনে দেশি-বিদেশি আই টি এক্সপার্ট ছাড়াও দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষকর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ