পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোঃ আব্দুল্লাহ বলেছেন, আমি দুর্নীতি করবো না, আমার মন্ত্রণালয়ের কাউকে দুর্নীতি করতে দেব না। শনিবার (২৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর গাউসুল আজম কমপ্লেক্সে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন আয়োজিত সংবর্ধনা ও বিশেষ দোয়া অনুষ্ঠানে তিনি একথা বলেন।
শেখ মোঃ আব্দুল্লাহ বলেন, ধর্ম মন্ত্রণায় একটি পবিত্র জায়গা। এই মন্ত্রণালয়ে কোন দুর্নীতিবাজের জায়গা হবে না। প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন। আমার মন্ত্রণালয় সেটি সবার আগে পালন করবে।
হজ্বের সময় অব্যবস্থাপনার কথা তুলে ধরে বলেন, আমরা আল্লাহর মেহমান হাজীদের চোখে আর কোন পানি দেখতে চাই না। হাজীরা যাতে সুন্দরভাবে আল্লাহর ঘর তাওয়াফ করতে যেতে পারে, কোন ধরণের প্রতারণার শিকার যেন না হয়। সেজন্য হজ্ব ব্যবস্থাপনাকে সুসংগঠিত করতে চাই। এজন্য আলেম-ওলামাদের সহযোগিতা প্রয়োজন।
জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি এ এম এম বাহাউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বজলুল হক হারুণ এমপি, শাব্বীর আহমদ মোমতাজী প্রমূখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।