পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তজুড়ে কাঁটাতারের শক্তিশালী বেড়া নির্মাণ করছে মিয়ানমার। সীমান্তের কিছু জায়গায় বসিয়েছে স্থলমাইন। এছাড়াও মিয়ানমারের বিরুদ্ধে বারবার আকাশসীমা লঙ্ঘন এবং গুলি বর্ষণের অভিযোগ রয়েছে। সংবাদ সংস্থা ভয়েস অব আমেরিকা তাদের এক ভিডিও প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরে।
ওই প্রতিবেদনে বাংলাদেশ সীমান্তে মিয়ানমারকে অনেকটা আক্রমণাত্মক হিসেবে উল্লেখ করা হয়েছে। সীমান্তবর্তী বান্দরবনের তুমব্রু সীমান্তের কোনারপাড়া শূন্যরেখায় প্রায় ৪ হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। বলা হচ্ছে, এসব রোহিঙ্গাকে বিভিন্ন সময় অস্ত্র প্রদর্শন, গুলি বর্ষণ ও নানা ধরনের হুমকি দেয় মিয়ানমার।
এছাড়াও তুমব্রু খালের ওপর পিলার নির্মাণ শুরু হওয়ায় আতঙ্ক বেড়েছে রোহিঙ্গা এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে। আশঙ্কা করা হচ্ছে, খালে স্থাপনা নির্মাণ করা হলে শূন্যরেখায় আশ্রয় নেয়া রোহিঙ্গাদের বাড়ি-ঘর আগামী বর্ষায় পানিতে তলিয়ে যাবে।
সংশ্লিষ্টরা বলছেন, সীমান্ত কর্মকাণ্ড নিয়ে আন্তর্জাতিক আইন প্রচলিত রয়েছে। বিজিবির রামু সেক্টর কমান্ডার কর্নেল এস এম বায়েজিদ খান জানান, সীমান্তে কোনও স্থাপনা তৈরি করতে হলে উভয় দেশের সম্মতি প্রয়োজন। মিয়ানমারের মংডুতে অনুষ্ঠিত উভয় দেশের এক পতাকা বৈঠকে এসব বিষয় উত্থাপনও করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৈঠকে বাংলাদেশের হয়ে নেতৃত্ব দেন বিজিবি‘র কক্সবাজার আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আইনুল মোর্শেদ খান পাঠান। তিনি বলেন, সীমান্তে স্থাপিত স্থলমাইন অপসারণ করতে উভয় দেশ যৌথ অভিযানে সম্মত হয়েছে। এছাড়াও মিয়ানমারের বারবার আকাশ সীমা লঙ্ঘনের বিষয়েও বারবার অভিযোগ দেয়া হয়েছে।
এ বিষয়ে অভিবাসন ও শরণার্থী বিষয়ক বিশ্লেষক আসিফ মুনীর বলেন, মিয়ানমারের এমন আচরণ লঙ্ঘনে বাংলাদেশের চুপ না থেকে বিষয়টি নিয়ে সোচ্চার হওয়া উচিত। এছাড়াও সীমান্তে থাকা স্থলমাইন অপসারণ এবং সবক্ষেত্রে দেশের সীমানাকে সুরক্ষিত রাখতে বাংলাদেশকে আরও সক্রিয় হতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।