পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নাছিম উল আলম : বরিশাল শিক্ষা বোর্ডে এবারের মাধ্যমিক পরীক্ষার ফলাফলে পাশের সাথে জিপিএ-৫ প্রাপ্তির হারও গত তিন বছরের সর্বনি¤œ। তবে নিয়মিত পড়াশোনার কারণেই এবারো ছেলেদের তুলনায় মেয়েদের সাফল্য বেশি দক্ষিণাঞ্চলে।
আর পূর্বের ধারাবাহিকতায় বিজ্ঞান বিভাগে পাশের হারসহ জিপিএ-৫-এর আধিক্য অব্যাহত রয়েছে। গতকাল দেশের সবকটি শিক্ষা বোর্ডের প্রকাশিত মাধ্যমিক পরীক্ষার ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডে পাশের হার ৭৯.৪১%। আর এর মধ্যে জিপিএ-৫ পেয়ে পাশ করেছে মাত্র ৩.৮১% ছাত্রছাত্রী, যা সংখ্যার দিক থেকে ৩ হাজার ১১৩। জিপিএ-৫ পেয়ে ছেলেদের পাশের সংখ্যা ১ হাজার ৫০৪ হলেও ১ হাজার ৬০৯ ছাত্রী একই গ্রেডে পাশ করেছে। বরিশাল ক্যাডেট কলেজের সব ৫২ ছাত্রই জিপিএ-৫ নিয়ে উত্তীর্ণ হয়ে তাদের অতীত ঐতিহ্য অক্ষুণœ রেখেছে। তবে এবারে বরিশাল বোর্ডে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো ছাত্রছাত্রীই পাশ করেনি।
গতকাল প্রকাশিত এসএসসি’র ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডে গড় পাশের হার ৭৯.৪১% হলেও মেয়েদের পাশের হার ৮০.০৮%। ছেলেদের পাশের হার ৭৮.৭৫%। গতবছর বরিশাল শিক্ষা বোর্ডে গড় পাশের হার ছিল ৮৪.৩৭%। যার মধ্যে জিপিএ-৫ পেয়ে পাশ করেছিল ৩হাজার ১৭১ ছাত্রছাত্রী। আপরদিকে ২০১৪ সালে বরিশাল শিক্ষা বোর্ডে পাশের হার ছিল ৯০.৬৬%। যার মধ্যে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ছিল ৪হাজার ৭৬২। এবারের এসএসসি পরীক্ষায় পাশের হার গত বছরের তুলনায় প্রায় ৪% এবং ২০১৪-এর তুলনায় ১১.২৫% কম। অপরদিকে জিপিএ-৫-এর সংখ্যাও গতবছরের তুলনায় এবার ৫৮ জন ও ২০১৪-এর তুলনায় ১ হাজার ৬৪৯ জন কম।
গতকাল প্রকাশিত এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডে বিজ্ঞান বিভাগে পাশের হার ৮৮.৬৯%। যার মধ্যে মেয়েদের পাশের হার ৮৯.১৪% ও ছেলেদের ৮৮.৩৩%। মানবিক বিভাগ গড় পাশের হার ৭৩.৪৪%। যার মধ্যে মেয়েদের পাশের হার ৭৪.৯২% এবং ছেলেদের ৭০.৮৯%। অপরদিকে ব্যবসায় শিক্ষায় গড় পাশের হার ৮০.১২% হলেও মেয়েদের পাশের হার ৮২.৩২% এবং ছেলেদের ৭৮.৬৪%।
এবারের মাধ্যমিকের ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডে নিবন্ধিত ছাত্রছাত্রীর সংখ্যা ছিল ৮২ হাজার ২৯২। আর অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ৮১ হাজার ৭২৮। এরমধ্যে অসদুপায় অবলম্বনসহ বিভিন্ন অপরাধে ৫৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার তরা হয়। যার ৪৭ জনই ছাত্র। গতবছর এ বোর্ডে কোনো ছাত্রছাত্রী পরীক্ষা থেকে বহিষ্কৃত হয়নি। এবার বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ ছাত্রছাত্রীর সংখ্যা ৬৪ হাজার ৯০২।
গতকাল প্রকাশিত ফলাফলে জিপিএ-৫ পেয়ে পাশের সংখ্যা ছিল ৩হাজার ১১৩। যা মোট পরীক্ষার্থীর ৩.৮১%। জিপিএ ৪ থেকে <৫ পেয়ে পাশের সংখ্যা ১৯,২৮৬। শতকরা হারে যা ছিল ২৩.৬০%। জিপিএ ৩.৫Ñ<৪ পেয়ে পাশের সংখ্যা ১৭,১৮০। যা শতকরা হারে ২১.০২%। জিপিএ ৩Ñ<৩.৫ পেয়ে পাশ করেছে ১৫,০০২ ছাত্রছাত্রী। যা মোট পরীক্ষার্থীর ১৮.৩৬%। জিপিএ ২Ñ<৩ পেয়ে উত্তীর্ণ ছাত্রÑছাত্রীর সংখ্যা ১০,০৮২। পাশের হারে যে সংখ্যা ১২.৩৪%। আর জিপিএ ১Ñ<২ লাভকারী ছাত্রছাত্রীর সংখ্যা ২৩৯, যা শতকরা হারে ০.২৯%।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।