Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রেজাল্ট দেখে যেতে পারল না জিপিএ-৫ পাওয়া বাবুল

প্রকাশের সময় : ১২ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : নিজের পরীক্ষার রেজাল্ট দেখে যেতে পারল না বাবুল। স্বপ্ন ছিল এসএসসি পাশের পর কলেজে ভর্তি হবেন। অতঃপর বিদেশে পড়বে। কিন্তু বন্ধুরাই যেন তার ঘাতক হয়ে প্রাণ কেড়ে নিল। রেজাল্ট প্রকাশের দিনই প্রাণ হারাতে হলো তাকে। বাবুল পড়াশোনায় খুব মনোযোগী ছিল। প্রকৌশলী হওয়ার স্বপ্ন দেখত বাবুল। বড় হয়ে একদিন মস্ত বড় ইঞ্জিনিয়ার হবে। এবারের রেজাল্ট নিয়েও সে আশাবাদী ছিল। সে বলত, এইচএসসি পরীক্ষা শেষ করে সে বিদেশে যাবে। সেখানে পড়াশোনা করবে, কাজ করবে। একদিন মস্ত বড় ইঞ্জিনিয়ার হয়ে দেশে ফিরে আসব। এমনটাই বলছিলেন বাবুলের বাবা মোস্তফা শিকদার।
কিন্তু বন্ধুর ব্যাটের আঘাত কেড়ে নিয়েছে তার জীবনপ্রদীপ, কেড়ে নিয়েছে তাদের স্বপ্ন। স্বপ্ন ভেঙে গেছে তাদের পরিবারের। সে জিপিএ-৫ পেয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। কিন্তু রেজাল্ট শুনে যেতে পারল না সে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মিরপুরের শাহআলী বাগের ধানক্ষেতের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, রাজধানীর মিরপুর এলাকার জনতা হাউজিংয়ের ধানক্ষেত মোড় মাঠে বুধবার সকালে ক্রিকেট খেলতে গিয়ে বন্ধুদের সঙ্গে ঝগড়া লাগে বাবুলের। কথা-কাটাকাটির একপর্যায়ে বন্ধু ব্যাট দিয়ে সজোরে আঘাত করে বাবুলের মাথার পেছনে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে বাবুল। তারপর দ্রুত তাকে নিউরো সায়েন্স হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান আলী জানান, বাবুলের মাথার পেছনে, গলার কাছে ফোলা দাগ রয়েছে। বাবুলের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে মিরপুর মডেল থানায় ডেকে আনা হয়েছে।
বাবুল তার পরিবারের সঙ্গে মিরপুরের বসতি হাউজিংয়ে একটি ভাড়া বাসায় থাকত। এ বছর সে মিরপুর আদর্শনগর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল। তাদের গ্রামের বাড়ি ফরিদপুর সদর উপজেলার দক্ষিণ আলমনগর গ্রামে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রেজাল্ট দেখে যেতে পারল না জিপিএ-৫ পাওয়া বাবুল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ