Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাসের হার কমেছে কুমিল্লা বোর্ডে

প্রকাশের সময় : ১২ মে, ২০১৬, ১২:০০ এএম

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার : এ বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার গতবারের চেয়ে ২২ ভাগ কমেছে। পাশাপাশি কমেছে জিপিএ-৫ এর সংখ্যা। বোর্ডের কুমিল্লা ও নোয়াখালি জেলার তিন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি।
এবছর কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী, লক্ষ¥ীপুরসহ ৬টি জেলার অধীনে ১হাজার ৬৭১টি মাধ্যমিক স্কুল থেকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের ১ লাখ ৬০ হাজার ৫১৭জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে পাস করেছে ১ লাখ ৩৪ হাজার ৮৩৩ জন। বোর্ডে এবার পাসের হার ৮৪ ভাগ।
এবারে কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে বড় সাফল্য আসেনি। এমনকি গত বছরের প্রাপ্তির কাছেও নেই এবারের জিপিএ-৫ এর সংখ্যা। এবারে  জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৯৫৪জন। গত বছরের তুলনায় এবারে জিপিএ-৫ এর সংখ্যা কমেছে ৩ হাজার ২৪১টি। এবছর বোর্ডে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রের সংখ্যা ৩ হাজার ৬৭২জন এবং ছাত্রীর সংখ্যা ৩হাজার ২৮২জন। বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এবারো কুমিল্লা নগরীর মডার্ণ হাই স্কুল শীর্ষে অবস্থান করেছে। বোর্ডে শতভাগ পাসের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ১১৯টি। আর শূন্য পাসের হারে রয়েছে তিনটি শিক্ষা প্রতিষ্ঠান। এগুলো হচ্ছে কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার হাজী রোস্তম আলী বালিকা বিদ্যালয় ও গ্রোত্রশাল হাই স্কুল এবং নোয়াখালী জেলার কবির হাটের উত্তর রামেশ্বরপুর হাই স্কুল। এবছর পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে ৮৩জন। স্কুলগুলোতে দুপুরে ফলাফল প্রকাশের আগে গতকাল বুধবার সকাল সোয়া ১০টায় কুমিল্লা শিক্ষাবোর্ডের বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ সাংবাদিকদের এবারের এসএসসি পরীক্ষার সার-সংক্ষেপ ফলাফল বিররণীর শীট প্রদান করেন। এসময় তিনি বলেন, এবছর পাসের হার কিছুটা কমেছে। আবার জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা গতবারের চেয়ে কমেছে।
শীর্ষ স্থান মডার্ণ হাইস্কুলের
অন্যদিকে, জিপিএ-৫ প্রাপ্তিতে বার বার চমক দেখাচ্ছে কুমিল্লা মডার্ণ হাইস্কুল। গেলো কয়েক বছর ধরে কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তির শীর্ষ জায়গাটি ধরে রেখেছে মডার্ণ হাইস্কুল। গত বছর কুমিল্লা বোর্ডে মডার্ণ হাই স্কুল জিপিএ-৫ প্রাপ্তির শীর্ষ স্থান অর্জনের পাশাপাশি মেধা তালিকায় পঞ্চম এবং বেসরকারি মাধ্যমিক স্কুলগুলোর মধ্যে প্রথম স্থানে ছিল। এবছর সেরা স্কুলের তালিকা রাখার বিধান না থাকলেও জিপিএ-৫ প্রাপ্তিতে মডার্ণ হাই স্কুল কুমিল্লা বোর্ড সেরা তা প্রতীয়মান হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাসের হার কমেছে কুমিল্লা বোর্ডে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ