পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
যশোর থেকে রেবা রহমান : যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় গত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ বেড়েছে। এবার পাসের হার ৯১ দশমিক ৮৫ শতাংশ। গতবছর গড় পাসের হার ছিল ৮৪ দশমিক ২ শতাংশ। এ বছর জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা বেড়ে হয়েছে ৯ হাজার ৪৪৪ জন। যা গতবার ছিল ৭ হাজার ১৯৮ জন।
বুধবার দুপুর ১টায় যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র এসব তথ্য জানান। যশোর শিক্ষা বোর্ডের আওতায় খুলনা বিভাগের ১০ জেলার মোট ২ হাজার ৪৮৯টি বিদ্যালয়ের পরীক্ষার্থীরা ২৪৩টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। মোট পরীক্ষার্থীর ছিল ১ লাখ ৪৮ হাজার ৭৫০ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৪৮ হাজার ৬৪ জন। পাস করেছে ১ লাখ ৩৫ হাজার ৯৯৪ জন। এবার যশোর বোর্ডে পাসের হার বৃদ্ধির কারণ হিসেবে সংবাদ সম্মেলনে পরীক্ষা নিয়ন্ত্রক জানান, গতবারের ফলাফল আশানুরূপ না হওয়ায় এবার বোর্ডের কর্মকর্তারা স্কুল পরিদর্শন করে শিক্ষক ও অভিভাবকদের যতœবান হওয়ার তাগিদ দেন। বিশেষ করে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে পড়াশোনার বিষয়ে জোর দিতে বলেন। তার মতে, এবার অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাওয়ায় তারা বাসায় শিক্ষার্থীদের পড়াশোনায় যতœ নিয়েছেন। বোর্ড কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থী সম্মিলিত প্রচেষ্টায় ঈর্শণীয় ফলাফল হয়েছে। তাছাড়া সবচেয়ে বড় কথা এবার প্রশ্নপত্র তেমন কঠিন হয়নি। যদিও অংকের প্রশ্নপত্রে কিছুটা ভুল ছিল, যার সুবিধা পেয়েছে শিক্ষার্থীরা। শিক্ষা বোর্ড সূত্র জানায়, এবার পাসের হারের দিক থেকে যশোর বোর্ডে খুলনা জেলা রয়েছে শীর্ষে। এরপর পর্যায়ক্রমে বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, নড়াইল, ঝিনাইদহ এবং শেষে রয়েছে মাগুরা।
হারে শীর্ষে সাতক্ষীরা
সর্বনি¤েœ মাগুরা
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতায় খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে ২০১৬ সালের এসএসসিতে চমক দেখিয়েছে সাতক্ষীরা জেলা। পাসের হারের দিক দিয়ে শীর্ষে রয়েছে এই জেলাটি। আর সর্বনি¤েœ রয়েছে মাগুরা জেলা। সাতক্ষীরার পাসের হার ৯৪ দশমিক ৬৪ শতাংশ, আর মাগুরার এ হার ৮৭ দশমিক ২৫।
যশোর শিক্ষা বোর্ড সূত্র মতে, বোর্ডের মধ্যে সবচেয়ে ভালো ফলাফল করেছে সাতক্ষীরা জেলা। জেলা থেকে ১৫ হাজার ১৩ জন শিক্ষার্থী পাস করেছে। পাসের হার ৯৪ দশমিক ৬৪ শতাংশ। দ্বিতীয় অবস্থানে রয়েছে খুলনা জেলা। এ জেলা থেকে ২২ হাজার ৮৩ জন শিক্ষার্থী পাস করেছে। পাসের হার ৯৩ দশমিক ০৮ শতাংশ। তৃতীয় অবস্থানে আছে নড়াইল জেলা। এ জেলা থেকে ৭ হাজার ৯২ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। যশোর বোর্ডে তলানিতে অবস্থান করছে মাগুরা। এ জেলা থেকে ৯ হাজার ৫৫৫ শিক্ষার্থী পাস করেছে। পাসের হার ৮৭ দশমিক ২৫।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।