পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ওজন ও পরিমাপ মানদ-আইন, ২০১৮ লঙ্ঘন করায় ৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।
গতকাল ঢাকা মহানগরীর আজিমপুর এলাকায় বিএসটিআই’র সার্ভিল্যান্স টিমের মাধ্যমে অভিযুক্ত ৫টি প্রতিষ্ঠান মেসার্স হরিপদ মিষ্টান্ন ভান্ডার, মেসার্স কায়সার সুইটস, আজিমপুর রোড, ঢাকা দই পণ্যের পাত্রে ওজন, মূল্য, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না কারায় এবং একই এলাকার মেসার্স নিঝুম জুয়েলারি ওয়ার্কশপ, মেসার্স এম কে জুয়েলার্স ও মেসার্স সিয়াম জুয়েলারি ওয়ার্কশপ ওজন ও পরিমাপে ভরি ও আনা ব্যবহার করার অপরোধে বিএসটিআই’র নিয়মিত কর্মসূচির অংশ হিসাবে তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।
অভিযানে সংস্থাটির সহকারী পরিচালক মো. মোন্নাফ হোসেন এর নেতৃত্বে পরিদর্শক মো. লিয়াকত হোসেন ও মো. রাকিবুল আলম অংশগ্রহণ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।