পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন বলেছেন, পঞ্চগড় রেললাইনকে বাংলাবান্ধা স্থল বন্দর পর্যন্ত বর্ধিত করা হবে। ফলে ভারতের সাথে আমদানী রফতানি সহজ হবে। এটা দেশের অর্থনীতিতে ভুমিকা রাখবে।
রেলপথ মন্ত্রী আজ বৃহস্পতিবার তাঁর নিজ জেলা পঞ্চগড় রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে এ সব কথা বলেন।
রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে রেলপথ মন্ত্রী বলেন, আগামী মাসেই আমরা নতুন ৫০ টি ব্রডগেজ কোচ ইন্দোনেশিয়া থেকে সরবরাহ পাব। তখন নতুন কোচ দ্বারা নতুন ট্রেন সরাসরি ঢাকা-পঞ্চগড়ের মধ্যে চালানো হবে। এছাড়া উক্ত স্টেশনে একটি ওভারপাস নির্মানেরও নির্দেশ দেন রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের। প্লাটফর্মের উচ্চতা বৃদ্ধিসহ স্টেশনটিকে আধুনিকায়ন করার ঘোষণা দেন রেলমন্ত্রী। সারা দেশের স্টেশন গুলোর উচ্চতা ট্রেনের সাথে সমন্বয় করে নির্মান করা হবে বলেও জানান তিনি।
রেলমন্ত্রী এ সময় আরও বলেন, উন্নত বিশ্বের আদলে রেলকে সাজানোর পরিকল্পনা নিয়ে বর্তমান সরকার কাজ করছে। নতুন অনেক প্রকল্প নেয়া হয়েছে এবং হচ্ছে। আমরা এখন হাইস্পিড ট্রেন নির্মানের লক্ষ্যে এগিয়ে যাচিছ। এক সময়ের অবহেলিত রেলকে গুরুত্ব দিয়ে এর সেবাকে জনগণের কাছাকাছি নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে রেলমন্ত্রী জানান। টিকেট কালোবাজারি রোধে আইডি কার্ড দেখানোর বিষয়টি মন্ত্রী এ সময় উল্লেখ করেন।
পরিদর্শনকালে বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিম) সৈয়দ শহিদুল হক, প্রধান প্রকৌশলী (পশ্চিম) মোঃ আফজাল হোসেন, বিভাগীয় রেলওয়ে ম্যানেজার লালমনিরহাট মোঃ মিজানুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে মন্ত্রী পঞ্চগড় প্রেসক্লাব আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।