পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৩০ ডিসেম্বর কোনো নির্বাচন হয়নি। মানুষ এ নির্বাচন প্রত্যাখান করেছে। বিএনপি ও ঐক্যফ্রন্টও প্রত্যাখান করেছে। ফলে এতে কে জিতেছে বা কে হেরেছে সেটা মুখ্য বিষয় নয়। আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আবারো নির্বাচন চাই, পাতানো নির্বাচন বাংলাদেশের জনগণ মানে না। গতকাল সোমবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার পূর্ব খলাইঘাট নামক স্থানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব একাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে ওই এলাকায় এক সংঘর্ষে নিহত বিএনপি কর্মী তোজাম্মেল হকের কবর জিযারত ও তার পরিবারের প্রতি সমবেদনা জানান। তোজাম্মেল ইউনিয়ন বিএনপির পরিবার কল্যাণ সম্পাদক ছিলেন। ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাকে নির্বাচনের দিন নির্মমভাবে হত্যা করেছে। আমরা এ ঘটনার নিন্দা জানাই। এ সময় পরিবারের সদস্যদের হাতে অর্থ সহায়তা দেওয়া হয়। এদিকে নির্বাচনী ওই সংঘর্ষে আহত পূর্ব খলাইঘাট এলাকার বাসিন্দা আব্বাস, কবির, তফিজ, সামিউর, হারুণ, শাহ আলম, দেলওয়ার ও শাহ জাহানের হাতেও সহায়তার অর্থ তুলে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, জনগণের কাছে মুখ্য বিষয় হচ্ছে তাদের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছে। ভোটের অধিকার ডাকাতি করা হয়েছে। আমরা আগেই বলেছি এ নির্বাচন বাতিল করে পুনরায় নিরপেক্ষ-নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সারা দেশে হাজার হাজার বিএনপি নেতাকর্মী গ্রেফতার ও শতাধিক নেতাকর্মীকে গুলি ও জখম করে মেরে ফেলা হয়েছে। আমরা সকল হত্যার বিচার ও বেগম খালেদা জিয়াসহ সকল বন্দী নেতাকর্মীদের মুক্তির দাবি জানাই।
এ সফরে তার সাথে ছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী, আ স ম আব্দুর রব, ডা. জাফর উল্যাহ। এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সভাপতি ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, উপজেলা বিএনপি সদস্য সচিব একেএম মমিনুল হকসহ বিভিন্ন নেতাকর্মীরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।