Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পানামা পেপারস কেলেঙ্কারি ৫২ জনের বিরুদ্ধে তদন্ত করবে দুদক

প্রকাশের সময় : ১১ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : পানামা পেপারস কেলেঙ্কারিতে জড়িয়ে পড়া ৫২ বাংলাদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদক কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান সংস্থাটির সচিব আবু মো. মোস্তফা কামাল।
কর ফাঁকি দেয়াসহ টাকা পাচারের সঙ্গে জড়িত বাংলাদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। এই মুহূর্তে বেশি কিছু বলা যাচ্ছে না। তবে ফাঁস হওয়া তথ্যের সত্যতা নিরূপণে দুদকের তদন্ত দল জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জিজ্ঞাসাবাদ করবে বলে জানান তিনি। এদিকে সোমবার রাতে কর ফাঁকির আইনি প্রতিষ্ঠান মোসাক ফনসেকারের ফাঁস হওয়া আরও দুই লাখের বেশি গোপন নথি প্রকাশ করে ওয়াশিংটনভিত্তিক ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস (আইসিআইজে)। পানামা পেপারস’ নামে পরিচিতি পাওয়া গোপন নথির এটি ছিল দ্বিতীয় কিস্তি। ওয়েবসাইটে মোট ৫২ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য পাওয়া যায়।

বাংলাদেশি যাদের নাম এসেছে :
পানামা পেপারস প্রকাশ করা আইসিআইজের ওয়েবসাইটে বাংলাদেশি মোট ৫২ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য পাওয়া যায়। এর মধ্যে ৪ জনের ডাবল অ্যাকাউন্ট, ২ জনের স্বামী-স্ত্রী যৌথ অ্যাকাউন্ট ও ৩ প্রতিষ্ঠানের ৪ অ্যাকাউন্ট রয়েছে। এ নিয়ে অফশোর কোম্পানি পরিচালনাকারী মোট অ্যাকাউন্টের সংখ্যা ৫৬। এসব অ্যাকাউন্ট খুলতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে ২ প্রতিষ্ঠান ও ১ ব্যক্তি।
আইসিআইজের তালিকায় যেসব ব্যক্তির নাম পাওয়া গেছে তারা হলেনÑকফিল এইচএস মুইদ, রুডি বেঞ্জামিন, ইউসুফ রাইহান রেজা, ইশরাক আহমেদ, মিসেস নভেরা চৌধুরী, ফরহাদ গনী মোহাম্মদ, মেহবুব চৌধুরী, বিলকিস ফাতিমা জেসমিন, রজার বার্ব, মো. আবুল বাশার, জাইন ওমর, বেনজির আহমেদ, আফজালুর রহমান, মুল্লিক সুধীর, সরকার জীবন কুমার, নিজাম এম সেলিম, মোহাম্মদ, মোকসেদুল ইসলাম, মোতাজ্জারুল ইসলাম, মোতাজ্জারুল ইসলাম, এম সেলিমুজ্জামান, আফজালুর রহমান, সৈয়দ সিরাজুল হক, এফএম জুবাইদুল হক, জাফরুল্লাহ কাজী, মোহাম্মদ আমিনুল হক, নাজিম একরামুল হক, ক্যাপ্টেন এমএ জাউল, কাজী রাইহান জাফর, মোহাম্মদ শাহেদ মাসুদ, সালমা হক, খাজা শাহাদাত উল্লাহ, সৈয়দা, সামিনা মির্জা, দিলিপ কুমার মোদী, মোহাম্মদ ফয়সাল করিম খান, মোহাম্মদ শাহেদ মাসুদ, জাফরুল্লাহ কাজী এবং জাফরুল্লাহ নিলুফার, জুলফিকার হায়দার, উম্মে রুবানা, আজমত মঈন, মির্জা এম ইয়াহিয়া, মিস্টার নজরুল ইসলাম, মোহাম্মদ জাহিদুল ইসলাম, জাফের উম্মেদ খান, নিলুফার জাফরুল্লাহ, এএম জুবায়দুল হক এবং সালমা হক, আসমা মঈন, এএফএম রহমতুল বারী, এএসএম মুহিউদ্দিন মোনেম, খাজা শাহাদাত উল্লাহ, মাহতাবুদ্দিন চৌধুরী, জাফরুল্লাহ নিলুফার। এদের মধ্যে রুডি বেঞ্জামিন ও রজার বার্ব নামে দু’জন বিদেশীর নামও বাংলাদেশের নামের তালিকায় রয়েছে।
কোম্পানি : দ্য বেয়ারার, পেসিনা স্টেফানে ও বাংলা ট্রাক লিমিটেড নামে ৩টি কোম্পানির নামও জানা গেছে।
মধ্যস্থতাকারী : স্টিফান পিরকার ও বিবিটিএল (কোম্পানি) এবং দিলিপ কুমার মোদি (ব্যক্তি)
আইসিআইজের ওয়েবসাইটে প্রদত্ত অ্যাকাউন্টধারীদের ঠিকানা : ৪৪ বিডি ডিটটালাই নোনাকো; ৬৫-৬৬ মতিঝিল কমার্শিয়াল এরিয়া, ঢাকা-১০০০; আদালত ভবন রোড, শাহামাগারস, রাউজান, চট্টগ্রাম; এপিটি ১, হাউস ২১, রোড ১২৩, গুলশান, ঢাকা-১২১২; এপিটি ১, হাউস ২১, রোড ১২৩, গুলশান, ঢাকা-১২১২; এপিটি ২বি, হাউস ১৬, রোড ১, বারিধারা; রেসিডেন্সিয়াল এরিয়া, ঢাকা ১২১২; কনকর্ড টাওয়ার, স্যুইট নং ৯০১, বাংলামটর ১১৩, কাজী নজরুল ইসলাম এভিনিউ, বাংলাদেশ; হাউস ৩৩, রোড ২২, গুলশান-১, ঢাকা ১২১২; হাউস ৭৮, আলাউদ্দিন ফকির রোড, ইসলামপুর, টঙ্গী, গাজীপুর; হাউস ১৮, ব্লক-বি, বসুন্ধরা এভি., বসুন্ধরা আর/এ, ঢাকা; হাউস ১ রোড ৬, বারিধারা ১২১২, ঢাকা; হাউস-৪২৪, সাউথ মনিপুর মিরপুর, ঢাকা; হাউস নং ২৯, রোড নং ২, হিলভিউ রেসিডেন্সিয়াল এরিয়া ৫৭১, আনসিরাবাদ, পঞ্চলাইশ, চট্টগ্রাম; রোড নং ৪/এ, হাউস নং ৪/এ, বনানী, ওল্ড ডিওএইচএস, ঢাকা ১২১২; সেকশস-৬, ব্লক-বি, রোড-১, হাউস-৩১, মিরপুর, ঢাকা; ১৭০/এ বড় মগবাজার, আউটার সার্কেল রোড, ঢাকা-১০০০; ২৫বি, বিডি. রয়েল; ২৬১, বিডি মিচেলেট ১৩০০৯ মার্শেল; ৩/১/ই গা-া, সাভার, ঢাকা-১৩৪০; হাউস ৩, রোড ৩, খুলশি হিল চট্টগ্রাম; ফার্স্ট ফ্লোর, ৪ মহাখালী কমার্শিয়াল এরিয়া, ঢাকা-১২১২; রোড নং.-১৭, হাউস নং ৩১, ব্লক-ই, বনানী, ঢাকা-১২১৩; প্লট-৭৭, রোড নং ১৮, বনানী, গুলশান, ঢাকা; সিডব্লিউএন (এ) ৪, কামাল আতাতুর্ক এভিনিউ, গুলশান-২, ঢাকা-১২১২; ৬৮, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা; হাউস ৬ (ডব্লিউডব্লিউবি) রোড ৬৭, গুলশান ২, ঢাকা ১২১৩; হারালা, চন্দনাইশ, চট্টগ্রাম; ৫৯২/এ নাজিরপুল, নাচ লেন. চট্টগ্রাম ৪১০০; হাউস নং ৪-এ, রোড নং ৭৩, গুলশান-২, ঢাকা; হাউস নং ২৫, সিইএস (এ), রোড নং ১২১, গুলশান, ঢাকা-১২১২; হাউস নং ৪-এ, রোড নং ৭৩, গুলশান ২, ঢাকা; হাউস ২৩ বি, রোড ৩৫, গুলশান ২, ঢাকা-১২১২; হাউস ৩৪, রোড ৫, ব্লক-জি, বনানী, ঢাকা-১২১২; হাউস-৫, রোড ৩২, সেকশন-৭, উত্তরা, ঢাকা; ১১১ বীর উত্তম সি. আর দত্ত রোড (সোনারগাঁও রোড) ঢাকা-১২০৫; রাজবাড়ি, কালিমহর; ১৫/১/বি তালাবাগ সোবাহানবাগ, ঢাকা-১২০৭; ফ্লাট ৪, হাউস ৬, রোড ১২৪, গুলশান, ঢাকা-১২১২।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পানামা পেপারস কেলেঙ্কারি ৫২ জনের বিরুদ্ধে তদন্ত করবে দুদক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ