Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মূল পরিকল্পনাকারী দেবর

কবিরহাটে গণর্ধষণ ১৬৪ ধারায় স্বীকারোক্তি বিচার দাবিতে মানববন্ধন

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

কবিরহাট উপজেলার ধানসিঁিড় ইউনিয়নের নবগ্রামে ঘরের সিঁধ কেটে তিন সন্তানের জননীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতারকৃত আসামি জাকির হোসেন জহির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গতকাল বিকেলে গ্রেফতারকৃত জাকির হোসেন জহিরকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারিক আদালতে হাজির করা হলে সিনিয়র বিচারক নবনিতা গুহ তার জবানবন্দি রেকর্ড করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও কবিরহাট থানার পুলিশ-পরিদর্শক (তদন্ত) টমাস বড়–য়া জানান, বিকেলে গণধর্ষণের ঘটনায় গ্রেফতারকৃত জাকির হোসেন জহিরকে ৪দিনের রিমান্ড চেয়ে বিচারিক আদালতে হাজির করা হয়। পরে জহির নিজের অপরাধ স্বীকার করে ১৬৪ধারা আদালতে জবানবন্দি পেশ করেন। জহির তার জবানবন্দিতে বলেন, এ ঘটনার মূলপরিকল্পনাকারী ভিকটিমের দেবর আব্দুর রব হোসেন প্রকাশ মান্না। তারা দু’জন ছাড়াও ঘটনার সাথে জড়িত রয়েছে মো. সেলিম, হারুন অর রশিদ ও জামাল উদ্দিন। এদের মধ্যে জামাল উদ্দিন বর্তমানে পলাতক রয়েছে।
ঘটনাটি মান্না ও তার সৎ ভাই আবুল হোসেন (ভিকটিমের স্বামী) মধ্যে জায়গা জমি বিরোধের জের ধরে হয়েছে বলে জানিয়ে এই কর্মকর্তা বলেন, ঘটনার সময় জহির ছাড়া বাকী চার জন ভিকটিমকে গণধর্ষণ করেছে বলেও জহির আদালতে জবানবন্দি দিয়েছে। পলাতক আসামি জামালকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এদিকে, তিন সন্তানের জননীকে গণধর্ষণের ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। এই ঘটনায় মামলায় এজাহারভুক্ত জহির ও সন্দেহজনকভাবে ভিকটিমের দেবরসহ আরো ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে স্থানীয় লোকজনের দাবি নতুন করে গ্রেফতারকৃত তিনজন নিরপরাধী। সকালে নবগ্রাম নিমতলা সমিতির বাজারে ঘন্টব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সহস্রাধিক নারী-পুরুষ ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অংশগ্রহন করেন। মানববন্ধন থেকে অভিযুক্ত আসামীদের ফাঁসি দাবি করে বক্তব্য রাখেন, ধানসিঁিড় ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, সমিতি বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. সাহাব উদ্দিন, ধানসিঁিড় ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এনামুল হক, নবগ্রাম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নুরুল হক, নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পলাশ চন্দ্র ভৌমিক প্রমুখ।
মানববন্ধন থেকে বক্ত্যারা সাধারণ লোকজনকে হয়রানি না করে পুলিশকে নিরপেক্ষ ভূমিকা পালন করে অবিলম্বে মূল আসামিদের গ্রেফতার করে কঠোর শাস্তি প্রদানের দাবি জানান। অন্যথায় তারা আরো কঠোর কর্মসূচি দিবেন বলেও ঘোষণা দেন।
পুলিশ কোন নিরপরাধ লোকজনকে হয়রানি করছেনা দাবি করে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাছান বলেন, গ্রেফতারকৃত জাকির হোসেন জহিরের দেওয়া তথ্যমতে রাতে নবগ্রামে অভিযান চালিয়ে অজি উল্যার ছেলে আব্দুর রব হোসেন মান্না (২১), ইসমাইলের ছেলে মো. সেলিম (২৫) ও মফিজুর রহমানের ছেলে হারুন অর রশিদ (৩০)কে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ