Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খন্দকার মোশাররফের সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের বৈঠক

প্রকাশের সময় : ১১ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি কিমিয়াও ফ্যান ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল (মঙ্গলবার) সচিবালয়ে কিমিয়াও ফ্যানের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় স্থানীয় সরকার বিভাগের আওতায় বাস্তবায়নাধীন চলমান প্রকল্পসমূহের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রকল্পসমূহের অগ্রগতিতে বিশ্বব্যাংক সন্তোষ প্রকাশ করে। মন্ত্রী অতীতের ন্যায় ভবিষ্যতেও বিশ্বব্যাংকের সহযোগিতা কামনা করেন। এছাড়াও বৈঠকে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন।
স্থানীয় সরকার বিভাগের অধীনে বিশ্বব্যাংকে ৮টি প্রকল্প চলমান রয়েছে। এসব প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল- শহর ও পল্লী অঞ্চলের পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা প্রকল্প, জরুরী সাইক্লোন রিকভারি প্রকল্প, রুরাল ট্রান্সপোর্ট প্রকল্প। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেকসহ বিশ্বব্যাংক ও স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খন্দকার মোশাররফের সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের বৈঠক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ