পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
অর্থনৈতিক রিপোর্টার : পণ্য রফতানির ক্ষেত্রে লাইসেন্সপ্রাপ্ত মালবাহী প্রতিষ্ঠান এখন থেকে টাকায় বিমান বা জাহাজের ভাড়া পরিশোধ করতে পারবে। গত সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে জারিকৃত সার্কুলারে এ তথ্য জানানো হয়। এর আগে এই ভাড়া মার্কিন ডলার বা অন্য কোনো বিদেশি মুদ্রায় পরিশোধ করতে হতো।
সার্কুলারে বলা হয়, ফ্রি অন বোর্ড (এফওবি) ভিত্তিতে পণ্য রফতানির ক্ষেত্রে লাইসেন্সপ্রাপ্ত মালবাহী প্রতিষ্ঠানকে টাকায় বিমান বা জাহাজের ভাড়া পরিশোধ করার অনুমতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নির্দিষ্ট অথরাইজড ডিলারের (এডি) মাধ্যমে বিদেশি আমদানিকারক থেকে প্রাপ্ত বিলের নগদায়ন সনদ জমা দিতে হবে। এতে আরও বলা হয়, মালবাহী প্রতিষ্ঠান এডি ব্যাংকের শাখার মাধ্যমে লেনদেন করবে। কোনো কারণে শাখা পরিবর্তন করতে হলে সং্িশ্লষ্ট প্রতিষ্ঠানের তথ্য নতুন এডি শাখায় জমা দিতে হবে। এক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ ব্যাংককে অবহিত করতে হবে। এছাড়া লেনদেনের ব্যাপারে মাস শেষ হওয়ার ২০ দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংকের কাছে প্রতিবেদন দিতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।