Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সভা

প্রকাশের সময় : ১১ মে, ২০১৬, ১২:০০ এএম

ঝিনাইগাতী (শেরপুর) উপজেলা সংবাদদাতা : বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সর্ববৃহৎ ক্রেডিট ইউনিয়ন আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর ১৭তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সদস্যেদের উপস্থিতি ও রেজিস্ট্রেশনের পর জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের কর্মসূচি শুরু করা হয়। সমিতির চেয়ারম্যান ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা সমবায় অফিসার মোঃ আব্দুর রহিম, সমিতির ভাইস চেয়ারম্যান শাহিনুর ইসলাম, সেক্রেটারী আলহাজ মোখলেছুর রহামান খান, সাবেক সেক্রেটারী ও শালচুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, ক অঞ্চলের ডিরেক্টর মোঃ আব্দুর রেজ্জাক, খ অঞ্চলের ডিরেক্টর মোঃ ফজলুল করিম, গ অঞ্চলের ডিরেক্টর মোঃ জাকির হোসেন, ঘ অঞ্চলের ডিরেক্টর সিদ্দিক আলম, ঙ অঞ্চলের ডিরেক্টর মোঃ আসাদুজ্জামান, ঋণ কমিটির সভাপতি আলী হোসেন পাঠান, সেক্রেটারী শাহজালাল, সাবেক ট্রেজারার আবু বাহার, ডেলিগেটদের মধ্যে থেকে একেএম নুরুল ইসলাম ও ছমির আলী মল্লিক প্রমুখ। সভা সঞ্চালনা করেন, আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চীফ এক্সিকিউটিভ অফিসার মোঃ আবদুল হামিদ। ১৭তম বার্ষিক সভায় ২০১৪-২০১৫-এর বার্ষিক প্রতিবেদন পেশ ও অনুমোদন করা হয়। অত্র সমিতির বর্তমান মূলধন ৪ কোটি ৯০ লক্ষ ৪৪ হাজার ১শ’ ঊনত্রিশ টাকা পঁচাত্তর পয়সা। উক্ত অনুষ্ঠানে সমিতির ৫ অঞ্চলের ৬০ জন ডেলিগেট, উপ-কমিটির ৬ জন সদস্যসহ সমিতির কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সভা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ