Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রুদ্ধদ্বার বৈঠকে বিএনপির মধ্যম সারির নেতারা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৯, ৬:৫১ পিএম

রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন বিএনপির মধ্যম সারির নেতারা। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় দলের ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব ও সম্পাদকীয় পদের বেশ কয়েকজন নেতা বৈঠকে বসেন। এতে উপস্থিত রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, আহমেদ আজম খান, বরকত উল্লাহ বুলু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শিক্ষাবিষয়ক সম্পাদক প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম প্রমূখ। এর আগেও দলের মধ্যম সারির নেতারা কয়েক দফা বৈঠক করেছেন। নির্বাচন পরবর্তী দলের করণীয় নির্ধারণ, দল পুনর্গঠন, অঙ্গসংগঠনগুলো শক্তিশালী করা, আন্দোলন-কর্মসূচি নির্ধারণ, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়সহ সার্বিক বিষয়ে করণীয় ঠিক করতেই তারা ধারাবাহিকভাবে এসব বৈঠক করছেন বলে জানা যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ