পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দেশের তৃণমূল পর্যায়ে কৃষকের উৎপাদিত কৃষিজাত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতসহ বাজার ব্যবস্থার মানোন্নয়ন এবং উৎপাদিত কৃষি পণ্য সংরক্ষণ ও বাজারজাতকরণে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। বাণিজ্য মন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর প্রথম বারের মতো বৃহস্পতিবার নির্বাচনী এলাকার পীরগাছা উপজেলা সফর কালে বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি এমপি একথা বলেন।
তিনি আরো বলেন, তার জন্মভূমি পীরগাছা উপজেলাকে মাদক, জঙ্গি, সন্ত্রাস ও বাল্য বিয়ে মুক্ত শিক্ষিত জনগোষ্ঠী সম্মৃদ্ধ মডেল উপজেলা গড়ে তুলবেন। ইতোমধ্যে মডেল উপজেলা গঠনে বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়নসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছেন। একটি কলেজ ও একটি উচ্চ বিদ্যালয় সরকারিকরণসহ চরাঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা ও জীবণমান উন্নয়নে বেশ ক’টি সেতু নির্মাণ এবং আতœকর্মসংস্থান মূলক একাধিক প্রকল্প বাস্তবায়ন করেছেন। গ্রামীণ হাট-বাজারগুলোর মানোন্নয়নে আধুনিক প্রযুক্তির সমন্বয় সাধসহ অবকাঠামো নির্মাণ ও সংস্কার করেছেন।
বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নে পথসভা ও শুভেচ্ছা বিনিময় শেষে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের তিস্তা তীরবর্তী রহমতের চর দাখিল মাদ্রাসা মাঠে শুভেচ্ছা বিনিময় ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন টিপু মুনশি এমপি। এসময় তিনি পীরগাছার সর্বস্থরের জন সাধারণের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনারা তৃতীয় বারের মতো আমাকে নির্বাচিত করে যে অবদান রেখেছেন, সে ঋণ শোধ করবার মতো নয়। জাতির জনক বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার প্রতি আপনাদের যে অবিচল আস্থা রয়েছে, তা আপনারা ৩০ তারিখের নির্বাচনে প্রমাণ করে দিয়েছেন। যার ফলশ্রুতিতে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব দিয়ে আপনাদেরকে সম্মান জানিয়েছেন।
এ অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাকিম সরদার, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু নাসের শাহ মাহবুবার রহমান, তাম্বুলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রওশন জমির রবু সরদার, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দেবকুমার দেবু বাবু, সাধারণ সম্পাদক শাহীন সরদারসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন সমূহের স্থানীয় নেতৃবৃন্দ।##১৭-০১-২০১৯
সরকার রবিউল আলম বিপ্লব, পীরগাছা, রংপুর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।