Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্দরনগরীর সৌন্দর্য ফিরিয়ে আনব : মেয়র নাছির

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম


প্রাচ্যের রানী বন্দরনগরী চট্টগ্রামের চিরসবুজ নান্দনিক সৌন্দর্য ফিরিয়ে আনবেন জানিয়ে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, এ লক্ষ্যে ইতোমধ্যে একাধিক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে টাইগারপাস থেকে দেওয়ানহাট ওভারব্রিজ পর্যন্ত সৌন্দর্যবর্ধন ও সবুজায়ন চলছে। গতকাল বুধবার এ প্রকল্পের উদ্বোধন করে মেয়র একথা বলেন। আউটসোর্সিংয়ের মাধ্যমে এ প্রকল্প পরিকল্পনা ও বাস্তবায়নে রয়েছে সুরমা এ্যাড। প্রতিষ্ঠানটি পাঁচ বছর পর্যন্ত এর রক্ষণাবেক্ষণ করবে। উদ্বোধনী অনুষ্ঠানে চসিকের প্রধান নগর পরিকল্পনাবিদ এ কে এম রেজাউল করিম, সুরমা এ্যাডের স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমান, স্থপতি মুহতাসিম রহমান মেয়রের সাথে ছিলেন।
মেয়র বলেন, নির্বাচিত হওয়ার পর থেকেই চট্টগ্রাম নগরীকে গ্রীন ও ক্লিন নগরীতে পরিণত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করি। পুরো নগরীর বিলবোর্ড উচ্ছেদ করে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেয়া হয়েছে। নগরবাসী এখন টাইগারপাসসহ নগরীর প্রাকৃতিক সৌন্দর্য অবগাহন করতে পারেন। নগরবাসীকে স্নিগ্ধ নির্মল ও দুর্গন্ধমুক্ত সকাল উপহার দেয়ার জন্য রাতেই ময়লা আবর্জনা পরিষ্কার করা হচ্ছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেয়র নাছির

১৮ ফেব্রুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ