পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
নাটোর জেলা সংবাদদাতা : নাটোরে ব্যবসায়ীদের সাথে আয়কর কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) নাটোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে আয়োজিত এই মতবিনিময় সভায় প্রধান আলোচক ছিলেন অতিরিক্ত কর কমিশনার মোঃ সোলেমান মিয়া এবং সভাপতিত্ব করেন নাটোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মোঃ আমিনুল হক। এছাড়াও বক্তব্য রাখেন, নাটোর চেম্বারের সাবেক সভাপতি মোঃ আব্দুল মান্নফ, আয়কর আইনজীবী মোঃ আব্দুল জব্বার এবং ব্যবসায়ী মোঃ আবুল বাসার ও মফিউর রহমান দুদু। সভায় দেশের স্বার্থে সময় মতো আয়কর প্রদান এবং প্রয়োজনে বছর শেষ হওয়ার আগেই আগাম টাকা জমা দিয়ে বিড়ম্বনার হাত থেকে রক্ষা পেতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।