Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

এসএসসি ও সমমানের ফল কাল

প্রকাশের সময় : ১০ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : চলতি বছর এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের অপেক্ষার অবসান হচ্ছে কাল। এই পাবলিক পরীক্ষায় অংশ নেয়া সাড়ে ১৬ লাখ শিক্ষার্থীর ফলাফল প্রকাশ করা হবে এদিন। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বিগত বছরগুলোর রীতি বজায় রেখে এবারো ফল প্রকাশ করা হবে। প্রথা অনুযায়ী ফল প্রকাশের দিন সকালে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে গণভবনে যাবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এসময় প্রধানমন্ত্রীর হাতে আনুষ্ঠানিকভাবে ফলাফলের কপি হস্তান্তর করা হবে। পরে সচিবালয়ে এসে ফলাফলের বিস্তারিত তথ্য এবং বিভিন্ন দিক তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। এর পরপরই শিক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান, অনলাইন এবং এসএমএসের মাধ্যমে নিজেদের ফল জানতে পারবেন। গত ১ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ এসএসসি, দাখিল ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়। ব্যবহারিক পরীক্ষা হয় ১৫ থেকে ১৯ মার্চ পর্যন্ত। চলতি বছর আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি, দাখিল ও সমানের পরীক্ষায় দেশের ৩ হাজার ১৪৩টি কেন্দ্রে ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এসএসসি ও সমমানের ফল কাল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ