Inqilab Logo

শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিআরটিএ’র অনিয়ম নিয়ে দুদকের গণশুনানি

প্রকাশের সময় : ১০ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশনÑদুদকের আয়োজনে গতকাল (সোমবার) রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এ গণশুনানি হয়। এটি দুর্নীতি দমন কমিশনের ১৩তম গণশুনানি।
দুর্নীতি দমন কমিশনের সচিব আবু মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে কমিশনের কমিশনার ড. নাসিরউদ্দীন আহেমদ বলেন, সরকারি দফতরগুলোকে জনগণের আস্থা অর্জন করতে হবে। জনগণের সেবা দিতে ব্যর্থ প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই জনগণের কাছে জবাবদিহি করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে দুর্নীতি দমন কমিশনের কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম বলেন, গণশুনানির উদ্দেশ্য হচ্ছে বিআরটিএ’র সেবা প্রাপ্তির ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা আছে তা চিহ্নিত করে সমস্যা সমাধানের পথ বের করা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) প্রতিনিধি হিরোকি ওয়াতানাবে, বিআরটিএ’র চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, দুদকের মহাপরিচালক ফরিদ আহমেদ ভূইয়া প্রমুখ।
গণশুনানিতে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আগত ৩৮ জন অভিযোগকারী বিআরটিএ’র বিভিন্ন অনিয়ম ও হয়রানির বিষয়ে তাদের অভিযোগ/বক্তব্য তুলে ধরেন।
বিআরটিএ’র মেট্রো সার্কেল (উত্তর), মিরপুর, ঢাকা, মেট্রো সার্কেল (দক্ষিণ), ইকুরিয়া, ঢাকা এবং মেট্রো সার্কেল-৩, তুরাগ, ঢাকার কর্মকর্তারা অভিযোগকারীদের অভিযোগ শুনে কিছু অভিযোগ তাৎক্ষণিকভাবে সমাধান করেন এবং কিছু অভিযোগ আইনানুগভাবে সমাধান করার আশ্বাস দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিআরটিএ’র অনিয়ম নিয়ে দুদকের গণশুনানি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ