Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একাদশ শ্রেণীর ভর্তিতে ১০টি কলেজ পছন্দ করা যাবে

কার্যক্রম শুরু ২৬ মে

প্রকাশের সময় : ১০ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে আগামী ২৬ মে। গতবারের মতো এবারও ভর্তির জন্য আবেদন করতে হবে অনলাইনে। তবে আগেরবারের ৫টির পরিবর্তে এবার একজন ভর্তিচ্ছুক শিক্ষার্থী একসঙ্গে ১০টি কলেজে পছন্দক্রম অনুসারে আবেদন করতে পারবে। এছাড়া গত কয়েক বছরের মতো এবারও মাধ্যমিকের ফলের ভিত্তিতেই একাদশ শ্রেণীতে শিক্ষার্থীদের ভর্তির বিধান রেখে নীতিমালা চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল (সোমবার) সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ভর্তির নীতিমালা চূড়ান্ত করা হয়। সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের সভার ভর্তির বিষয়ে এসব সিদ্ধান্তের কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, একাদশ শ্রেণীতে এবারও ভর্তি কার্যক্রম অনলাইন ও মোবাইলের মাধ্যমে সম্পন্ন করতে হবে। আগামী ২৬ মে থেকে ৯ জুন পর্যন্ত কলেজে ভর্তির আবেদন নেয়া হবে। গত বছর শিক্ষার্থীরা পাঁচটি কলেজ পছন্দক্রমে রাখার সুযোগ পেলেও এবার ১০টি কলেজকে পছন্দক্রমে রাখতে পারবেন। ভর্তি ফিসহ অন্য বিষয়গুলো গতবারের মতই থাকছে জানিয়ে মন্ত্রী বলেন, ১৬ জুন মেধাতালিকা প্রকাশ করা হবে। ১৮ থেকে ৩০ জুন পর্যন্ত শিক্ষার্থীরা কলেজে ভর্তি হতে পারবে। তবে বিলম্ব ফি দিয়ে ১০ থেকে ২০ জুলাই ভর্তি হওয়া যাবে বলেও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, এবার প্রবাসীদের সন্তানদের জন্য শূন্য দশমিক ২ শতাংশ এবং বিকেএসপির শিক্ষার্থীদের জন্য শূন্য দশমিক ২ শতাংশ কোটা বরাদ্দ রাখা হয়েছে। সচিবালয়ে অনুষ্ঠিত ওই সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান এবং কয়েকটি কলেজের অধ্যক্ষ। আগামীকাল এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হবে। এবার এই পরীক্ষায় ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ শিক্ষার্থী অংশ নিয়েছেন। গত বছর প্রথমবারের মতো একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তি কার্যক্রম শুরু হয়। সেবার অনলাইনে আবেদন করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: একাদশ শ্রেণীর ভর্তিতে ১০টি কলেজ পছন্দ করা যাবে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ