Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রকাশের সময় : ১০ মে, ২০১৬, ১২:০০ এএম

১৩ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত হেফাজতের আন্দোলন চলবে
ইনকিলাব ডেস্ক ঃ হেফাজতে ইসলাম ইউকের শীর্ষ নেতারা বলেছেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনায় যারা শাহাদাত বরণ করেছেন তারা ঈমান-আকিদা রক্ষার সংগ্রামে ইতিহাস রচনা করেছেন। তাদের ইতিহাস ইসলামের বৃক্ষকে তরতাজা রাখার ইতিহাস। হাজার বছর এই ইতিহাস জাতিকে ত্যাগ ও কোরবানির শিক্ষা দেবে। হেফাজত নেতারা বলেন, হেফাজতকে নিয়ে হতাশার কোনো কারণ নেই। হেফাজত ছিল এবং থাকবে। ১৩ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত হেফাজতের আন্দোলন চলবে। যুগ যুগ ধরে জাতি ৫ মে-কে স্মরণ রাখবে। শাপলা চত্বরের ঘটনার জবাব জাতি দেবে। ৫ মে স্মরণে গত শুক্রবার মারকাজুল উলুম লন্ডনে হেফাজতে ইসলাম ইউকে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে হেফাজত নেতারা এ কথা বলেন। মাজাহিরু উলুম মাইলেনড মাদ্রাসার চেয়ারম্যন বিশিষ্ট আলেম মাওলানা জমসেদ আলীর সভাপতিত্বে ও হেফাজতে ইসলাম ইউকের সেক্রেটারি মাওলানা সৈয়দ তামিম আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেম শায়েখ মাওলানা তরিকুল্লাহ, হেফাজতে ইসলাম ইউকে অ্যান্ড ইউরোপের সমন্বয়কারী মাওলানা শোয়াইব আহমদ, হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর যুগ্ম আহ্বায়ক মুফতি আতাউর রহমান কাসেমী, বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সেক্রেটারি মাওলানা ফয়েজ আহমদ, ইউকে জমিয়তের উপদেষ্টা আলহাজ শামছুজ্জামান চৌধুরী, মারকাজুল উলুম লন্ডনের ইমাম ও জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সহ-সভাপতি মাওলানা আবদুল মজিদ, হেফাজতে ইসলাম ইউকের অন্যতম নেতা হাফিজ হোসেন আহমদ বিশ্বনাথী, মাওলানা খালেদ আহমদ প্রমুখ। হেফাজত নেতারা আরো বলেন, কিছু মিডিয়া হেফাজতকে নিয়ে মনগড়া রিপোর্ট লিখছে। যারা আমাদেরকে রক্তাক্ত করেছে, আমাদের ওপর জুলুম করেছে তাদের সাথে আপোষ হতে পারে না। যারা আপোষ করবে তারা সরকার ও নাস্তিকদের দালাল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ