Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উন্নয়ন-শান্তি চায় বলেই মানুষ আবারো ক্ষমতায় এনেছে এ সরকারকে

আমিরাতে সংবর্ধনায় সেলিম ওসমান এমপি

ছালাহউদ্দিন, আরব আমিরাত থেকে : | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে দ্বিতীয়বারের মতো নির্বাচিত সংসদ সদস্য, বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)’র সভাপতি ও এফবিসিসিআই পরিচালক আলহাজ্ব একেএম সেলিম ওসমান দেশের উন্নয়নে প্রবাসীদের এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, এ সরকার দেশের উন্নয়ন-অগ্রগতিতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে বিশ্ববাসীকেও অবাক করে দিয়েছেন। তাই দেশের মানুষ উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে এবং শান্তিতে থাকতে চায় বলেই বিপুল ভোটে নির্বাচিত করে আবারও ক্ষমতায় এনেছেন এ সরকারকে। গত বুধবার বিকেলে আরব আমিরাত প্রবাসী নারায়ণগঞ্জবাসী সংগঠনের উদ্যোগে দুবাইয়ের মেরিনা নৌবিহারের পর্যটক জাহাজ মোনালিসা ক্রুসে আয়োজিত তাকে দেয়া সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আহম্মেদ মাহতাবউদ্দিনের সভাপতিত্বে ও গোলাম জাকারিয়া ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট নারী উদ্যোক্তা মিসেস নাসরিন ওসমান। বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোহাম্মদ মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ওবায়দুল্লাহ রাজু, আবুল হোসেন, হাবিবুর রহমান বাবু, গাজী মাসুদ রানা ও আমজাদ হোসেনসহ আরো অনেকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ