Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিজিএমইএর নির্বাচনী বোর্ড গঠন

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ আগামী পরিচালনা পরিষদের নির্বাচন পরিচালনা করতে নির্বাচনী বোর্ড গঠন করেছে। সংগঠনটির পরিচালনা পরিষদের বোর্ড সভায় এই বোর্ড গঠন করা হয়। গতকাল রোববার অনুষ্ঠিত সভা সূত্রে এসব তথ্য জানা গেছে। জানা যায়, নির্বাচন পরিচালনা বোর্ড ছাড়াও আপিল বোর্ডও গঠন করা হয়।
তিন সদস্যের নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন বস্ত্র খাতের সংগঠন বিটিএমএর সাবেক সভাপতি জাহাঙ্গীর আল আমীন। অন্য সদস্যরা হলেন এমসিসিআইয়ের সভাপতি নিহাদ কবির ও এ এস এম নাঈম এফসিএ। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি কামরান টি রহমান। বাকি দুই সদস্য হলেন এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি শেখ ফজলে ফাহিম এবং সদ্যবিদায়ী সভাপতি আবুল কাসেম খান। জানতে চাইলে বিজিএমইএ সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান বলেন, এই নির্বাচনী বোর্ড আগামী ২০১৯-২১ সালের নির্বাচন পরিচালনা করবেন। ৩৫ সদস্যের নতুন কমিটি গঠনের জন্য শিগগিরই এই বোর্ড নির্বাচনী তফসিল ঘোষণা করবেন। নতুন কমিটি আগামী ২২ এপ্রিলের মধ্যে দায়িত্ব গ্রহণ করবেন। পোশাক শিল্প মালিকদের ভোটে সর্বশেষ বিজিএমইএ নেতা নির্বাচন হয়েছিল ২০১৩ সালে। তখন সভাপতি নির্বাচিত হয়েছিলেন আতিকুল ইসলাম। এরপর ২০১৫ সালে সম্মিলিত পরিষদ ও ফোরাম নেতারা সমঝোতার মাধ্যমে বর্তমান সভাপতি সম্মিলিত পরিষদের সিদ্দিকুর রহমানকে নির্বাচিত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজিএমইএর নির্বাচনী বোর্ড গঠন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ