Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউএনওকে মারধরের ঘটনায় ক্যাডার কর্মকর্তাদের ক্ষোভ

প্রকাশের সময় : ৯ মে, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম রকিব হায়দারকে মারধর করার ঘটনায় প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে।
বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তিতে এ ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়ে বলেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে চলছে এবং কর্মকর্তারাও এগিয়ে নেওয়ার পথে সর্বশক্তি নিয়োগ করছেন, সে মুহূর্তে এ ধরনের জঘন্য ঘটনা কর্মকর্তাদের মনোবলকে বাধাগ্রস্ত করছে। এ ঘটনায় অভিযুক্ত খায়রুল বাশার মজুমদারসহ অন্য আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকারের কাছে দাবি জানানো হয়।
গতকাল রোববার প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে এ ঘটনা নিয়ে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাদের ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। তারা আশঙ্কা করছেন, এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি না হলে দেশের অন্যান্য স্থানেও কর্মকর্তারা এ ধরনের ঘটনার শিকার হতে পারেন। গতকাল রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে সচিবালয়ে গিয়ে দেখা যায়, প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছেন।
তাদের আশঙ্কা, এ রকম পরিস্থিতির কারণে মাঠপ্রশাসনে কর্মকর্তারা দায়িত্ব নিয়ে কাজ করতে চাইবেন না। এ জন্য তারা এ বিষয়ে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। প্রশাসন সূত্রে জানা গেছে, এ ঘটনায় ইতিমধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। প্রধান অভিযুক্ত ব্যক্তিকেও গ্রেফতারের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউএনওকে মারধরের ঘটনায় ক্যাডার কর্মকর্তাদের ক্ষোভ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ