Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রদবদলে বাংলাদেশ ব্যাংক

একই দপ্তরে ২২ বছর চাকরি, প্রভাবশালী জিএমকে রংপুরে বদলি

প্রকাশের সময় : ৯ মে, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : রিজার্ভ চুরির ঘটনার পর গভর্নর হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেই রদবদলের ইঙ্গিত দিয়েছিলেন ফজলে কবির। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংকে মহাব্যবস্থাপক পদমর্যাদায় বড় ধরনের রদবদল করা হয়েছে। গতকাল এ সংক্রান্ত এক অফিস আদেশ জারি করে বাংলাদেশ ব্যাংক। অফিস আদেশে ছয় মহাব্যবস্থাপকে (জিএম) বদলি করার কথা উল্লেখ করা হয়েছে।
গত ২২ বছর একই স্থানে দায়িত্ব পালনকারী ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) কাজী সাইদুর রহমানকে রংপুর অফিসে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন এইচআরডি-২ এর জিএম আজিজুর রহমান। আর কাজী এনায়েত হোসেনকে এইচআরডির দায়িত্ব দেয়া হয়েছে। ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্র্যাটিজিক ডিপার্টমেন্টের (এফএফএসপিডি) জিএম জোয়ার্দার ইসরাইল হোসেনকে গভর্নর সচিবালয়ে বদলি করা হয়েছে। গভর্নর সচিবালয়ে দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছিলেন এস এম রবিউল হাসান।
বাংলাদেশ ব্যাংক ট্রেনিং অ্যাকাডেমির (বিবিটিএ) জিএম জামাল মোল্লাকে দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডে বদলি করা হয়েছে। এ ছাড়া কাজী এনায়েত হোসেনকে এইচআরডির জিএম হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা বলেন, ব্যাংকের কার্যক্রমে গতি আনতে কিছু রদবদল করা হয়েছে। এ বিষয়ে গতকাল (রোববার) এক অফিস আদেশ জারি করা হয়েছে। গত ৫ ফেব্রুয়ারি ফেডারেল রিজার্ভে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮০০ কোটি টাকা লোপাট হয়। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। প্রায় ২২ বছর যাবৎ এ বিভাগে কাজ করে আসছেন কাজী সাইদুর রহমান। বাংলাদেশ ব্যাংকের বিধান অনুযায়ী কোনো বিভাগে টানা তিন বছরের অধিক কেউ একই বিভাগে কাজ করতে পারবে না। অথচ কাজী সাইদুর রহমান ২২ বছর ধরে একই বিভাগে দায়িত্ব পালন করে আসছেন। কেন্দ্রীয় ব্যাংকের এক সময়ের প্রভাবশালী এই জিএমকে রংপুর অফিসে বদলি করা হয়েছে।
সূত্র মতে, বর্তমানে বাংলাদেশ ব্যাংকে কর্মরত জিএমদের মধ্যে কাজী সাইদুর রহমানই সবচেয়ে সিনিয়র। নির্বাহী পরিচালক (ইডি) হিসেবে পদোন্নতির তালিকায় থাকা নামের মধ্যে তার নামটিই প্রথম দিকে রয়েছে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী কোনো কর্মকর্তাকে পদোন্নতি দেয়ার আগে তাকে আউটার স্টেশনে (বাংলাদেশ ব্যাংকের হেড অফিস থেকে শাখা অফিসে) কিছু দিন দায়িত্ব পালন করতে হয়। আগে দুই বছর দায়িত্ব পালন করার নিয়ম থাকলেও এখন তা এক বছর করা হয়েছে। সূত্র জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকে ইডি পদ শূন্য হলেই তাকে পদোন্নতি দিয়ে প্রধান কার্যালয়ে ফিরিয়ে আনা হতে পারে। এ ক্ষেত্রে কোনো সময়কে বিবেচনা করা হবে না। গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম দিনই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফজলে কবির বাংলাদেশ ব্যাংকে রদবদলের ইঙ্গিত দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রদবদলে বাংলাদেশ ব্যাংক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ