Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাপবি বোর্ডের গ্রাহক দেড় কোটি ছাড়ালো

প্রকাশের সময় : ৯ মে, ২০১৬, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : ‘শেখ হাসিনার উদ্যোগ-ঘরে ঘরে বিদ্যুৎ’ এই ¯েøাগান ধারন করে আলোর পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আর সেই লক্ষ্যে আলোকিত বাংলাদেশ গড়তে প্রতি মাসে নতুন লাইন নির্মাণ এবং বিদ্যুৎ সংযোগের মাধ্যমে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম সারা দেশে ব্যাপকভাবে স¤প্রসারিত হচ্ছে। প্রধানমন্ত্রী ঘোষিত ভিশন-২০২১ বাস্তবায়নের লক্ষ্যে ২০১৮ সালের মধ্যে দেশের বিদ্যুৎ প্রত্যাশী ৯০ শতাংশ পরিবারের মাঝে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দিতে প্রতিশ্রæতিবদ্ধ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। এই বিশাল কর্ম বাস্তবায়নের লক্ষ্যে শুধু গত মার্চ মাসে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমের আওতাধীন এলাকায় ৫ লাখ ৮ হাজার ৭৩৪ গ্রাহককে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। এছাড়া ২০১৫-২০১৬ অর্থবছরে ৩০ লাখ নতুন গ্রাহককে বিদ্যুৎ সুবিধার আওতায় নিয়ে আসার যে লক্ষ্যমাত্রা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নির্ধারণ করে তারই ধারাবাহিকতায় প্রতিমাসে এভাবেই নতুন গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ প্রদান করা হচ্ছে এবং ২০২১ সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত ‘এসডিজি’ (সাসটেনবল ডেভেলপমেন্ট গোল) অর্জনের লক্ষ্যে শতভাগ এলাকায় বিদ্যুতায়ন কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে আরো ৬০ লাখ নতুন পরিবারকে বিদ্যুৎ সুবিধার আওতায় নিয়ে আসা হবে। সব মিলিয়ে বাপবিবো মার্চ ২০১৬ পর্যন্ত সারা দেশে ১ কোটি ৫০ লাখ ১৮ হাজার ৯৫০ গ্রাহককে বিদ্যুৎ সুবিধার আওতায় এনেছে। যা বাপবিবো এবং পল্লী বিদ্যুৎ সমিতিসমূহের একটি বিশাল অর্জন এবং যুগান্তকারী পদক্ষেপ। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিনের গতিশীল নেতৃত্ব, বলিষ্ঠ পদক্ষেপ, নিষ্ঠা, আন্তরিকতা এবং ঐকান্তিক প্রচেষ্টার ফলশ্রæতিতে এই বিপুল সংখ্যক পরিবারকে বিদ্যুৎ সুবিধা প্রদান করা সম্ভব হয়েছে। ধারাবাহিকভাবে এই সফলতা অর্জন করায় বাপবি বোর্ড এবং ৭৮টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা/কর্মচারীগণকে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন এবং এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাপবি বোর্ডের গ্রাহক দেড় কোটি ছাড়ালো
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ