Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সচিবালয়ে তথ্যমন্ত্রী

ফল প্রত্যাখ্যান রাজনীতিতে অশনি সঙ্কেত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, হারলে ভোট প্রত্যাখ্যান বিএনপি’র পুরনো রাজনৈতিক বদভ্যাস। আর বিএনপি’র এবারের নির্বাচনী ফল প্রত্যাখ্যান দেশের রাজনীতিতে ষড়যন্ত্র-সংঘাতের অশনি সংকেত। বিএনপি’র উদ্দেশ্যে মন্ত্রী বলেন, সহিংসতা-নাশকতার ষড়যন্ত্র থেকে সরে আসুন, সরকারের সাথে দেশ ও জনগণের কল্যাণের কাজে অংশ নিন।
গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীতে সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু একথা বলেন। বিএসআরএফ এর সভাপতি শ্যামল সরকারের সভাপতি এবং সাধারণ সম্পাদক মহসীন আশরাফর সঞ্চালনা করেন।
তথ্যমন্ত্রী বলেন, সংবাদপত্রের জন্য গঠিত নবম ওয়েজবোর্ডে পতিবেদনে ইলেকট্রনিক মিডিয়ার জন্য আলাদা ওয়েজবোর্ড করার সুপারিশ রয়েছে। ওটা দেওয়ার জন্য প্রাথমিক প্রশাসনিক কাজটা সম্পন্ন হলে নতুন সরকার এবং তথ্য মন্ত্রণালয় এটা সম্পন্ন করবে। সুতরাং নতুন বছরে আমি আশা করছি ইলেকট্রনিক মিডিয়ার কর্মীদের জন্য নতুন ওয়েজবোর্ড হবে। সংলাপে তথ্যমন্ত্রী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ব্যবধানে বিএনপি’র পরাজয়ের কারণ তুলে ধরতে গিয়ে বলেন, ‘বিএনপি নির্বাচনে মনোযোগের বদলে ষড়যন্ত্র-চক্রান্ত ও গায়েবী নির্দেশের অপেক্ষায় ছিলো। যুদ্ধাপরাধীদের সাথে নিয়ে সংঘাতের ভুল রাজনীতি এবং নেতৃত্বের সাথে সমর্থক-কর্মীদের দুরত্ব তাদের ভরাডুবির অপর মূল কারণ। হাসানুল হক ইনু বলেন, ভুল রাজনীতির পাশাপাশি কর্মী-সমর্থক নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বিএনপি’র নেতারা, মনোনয়ন নিয়ে বাণিজ্য আর অন্তর্কলহ ছিলো ব্যাপক। এছাড়া বিগত পাঁচ বছর ধরেই বিএনপি ব্যস্ত ছিল যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করা, খালেদা জিয়ার মামলা এবং তারেকের অপরাধ ঢাকার ব্যর্থ চেষ্টায়। সংসদে এবং বাইরে কোথাও বিএনপি বিরোধী দলের ভূমিকায় সফল হয়নি’ উল্লেখ করে জাসদ সভাপতি বলেন, দায়িত্বজ্ঞানহীন রাজনীতির কারণে বিএনপি তাদের কাজে জনগণের কোনো চাওয়ার প্রতিফলন ঘটাতে পারেনি, কোনো স্বপ্নও দেখাতে পারেনি, জনজীবনের বিষয়ে কোনো ইতিবাচক ভূমিকাও রাখতে পারেনি। অপরদিকে মহাজোট সরকার দেশ ও জনগণের উন্নয়নে একাগ্রভাবে কাজ করে চলেছে বর্ণনা করে ইনু বলেন, মহাজোট সরকার পোশাক শিল্প, কৃষকের সার ও বীজ নিয়ে মাথা ঘামায়, নারীর উন্নয়নের বিষয়ে কথা বলে, ব্যাংকের টাকা আত্মসাতের ঘটনায় সরকারি সংসদ সদস্যরাও সংসদে প্রতিবাদ করে। এসকল কারণেই জনগণ মহাজোটকে বিপুল ভোটে বিজয়ী করেছে।
কিছু ভোট কেন্দ্রে বিএনপি’র পোলিং এজেন্ট’ ঢুকতে না দেবার অভিযোগ খন্ডন করে তথ্যমন্ত্রী বলেন, পোলিং এজেন্ট’ না ঢুকতে দিলে প্রিজাইডিং অফিসার বা রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করার নিয়ম। এমন একটি অভিযোগও মেলেনি।
মন্ত্রী এসময় সকল সাংবাদিককে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা দেন এবং শান্তিপূর্ণ একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য সাংবাদিকদের মাধ্যমে নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলারক্ষা বাহিনী ও সামরিক বাহিনীসহ সকল সহযোগী সংস্থার প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। সেই সাথে দেশের সকল মানুষকে যারা উৎসাহের সাথে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা ব্যক্ত করেন। মন্ত্রী বলেন, সারাদেশে দু’শত নিরানব্বইটি আসনে চল্লিশ হাজারেরও বেশি কেন্দ্রে রোববার যে ভোট গ্রহণ হয় সেখানে শূণ্য দশমিক শূণ্য পাঁচ শতাংশ (০.০৫%) কেন্দ্রে বা ২২টি কেন্দ্রে সহিংসতার খবরে সেগুলি নিয়ম অনুযায়ী স্থগিত করা হয়। ক্ষ্রাণবাড়িয়া-২ আসনের তিন কেন্দ্রের ভোট স্থগিত থাকায় সে আসনের ফল স্থগিত রয়েছে।
দেশি পর্যবেক্ষকদের পাশাপাশি নির্বাচনের দিনই দেশব্যাপী নির্বাচন পর্যবেক্ষণ করে ভারতের পর্যবেক্ষক দলের সদস্য পশ্চিমবঙ্গের প্রধান নির্বাচন কর্মকর্তা আরিজ আফতাব, ওআইসির সহকারি মহাসচিব ও দলনেতা হামিদ, নেপালের দলনেতা দীপেন্দ্র, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের তানিয়া ফস্টার-সকলেই শান্তিপূর্ণ নির্বাচনের অভিজ্ঞতার কথা অকপটে ব্যক্ত করেছেন এবং ইলেকট্রনিক ভোটিং পদ্ধতির প্রথম প্রয়োগকেও সফল বলেছেন তারা’, জানান হাসানুল হক ইনু।
সংলাপ শেষে ‘বিএনপি’র ষড়যন্ত্রের বিষয়ে জনগণকে সতর্ক থাকতে হবে। বিএনপি’র উদ্দেশ্যে মন্ত্রী বলেন, সহিংসতা-নাশকতার ষড়যন্ত্র থেকে সরে আসুন, সরকারের সাথে দেশ ও জনগণের কল্যাণের কাজে অংশ নিন।



 

Show all comments
  • Mahabub Rabbani Milon ২ জানুয়ারি, ২০১৯, ১:৫৯ এএম says : 0
    জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে এসে বল, মন দিয়া তোমার নিতী কথা শুনবো। ভোট ডাকাতি করে এসে সাধু সাজতে এসো না। তুমি ড্রামের উপরে যাও।
    Total Reply(0) Reply
  • Adv Md Tarikul Islam ২ জানুয়ারি, ২০১৯, ১:৫৯ এএম says : 0
    আল্লাহ তুমি এমন বিচার দেখাও যা দেখলে সবাই আতকে উঠে
    Total Reply(0) Reply
  • Mon Dola Mondola ২ জানুয়ারি, ২০১৯, ২:০১ এএম says : 0
    Soytan company assistant manage
    Total Reply(0) Reply
  • Kamrul Islam Dh ২ জানুয়ারি, ২০১৯, ২:০২ এএম says : 0
    ৬০-৭০% ব্যালটে রাতেই সীল মারা শেষ। এটা যে বিশ্বাস করবে না তার জন্মের ঠিক নাই
    Total Reply(0) Reply
  • রুবেল ২ জানুয়ারি, ২০১৯, ২:০৩ এএম says : 0
    people knows how you have won
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ