পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘প্রহসনের ভুয়া নির্বাচন’ আখ্যা দিয়ে গেজেট প্রকাশ না করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান। গতকাল গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানিয়ে বলেন, নীল নকশার পূর্বপরিকল্পিত প্রহসনের নির্বাচন বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে পুনরায় নির্বাচন দিন।
খালেকুজ্জামান বলেন, জনগণের ভোটাধিকার হরণ, আগের রাতে ব্যালট পেপারে সিল মেরে বাক্স ভরে রাখা, ভোটের দিন কেন্দ্র জ্যাম করে ভোটারদের ভোট দিতে বাধাদান, বিরোধী প্রার্থীদের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া, ভয়-ভীতি প্রদর্শনসহ এটি একটি নীল নকশার পূর্বপরিকল্পিত নির্বাচন হয়েছে। প্রহসনের এ নির্বাচনে গেজেট প্রকাশ না করার জন্য নির্বাচন কমিশনের প্রতি তিনি আহবান জানান।
বাসদ সাধারণ সম্পাদক বলেন, ৩০ ডিসেম্বরের এ নির্বাচন আবারও প্রমাণ করেছে যে, দলীয় সরকারের অধীনে অবাধ-নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। ফলে নির্বাচন বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে পুনরায় নির্বাচন অনুষ্ঠানের জন্য তিনি জোর দাবি জানান।
খালেকুজ্জামান বিবৃতিতে বলেন, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালু, না ভোটের বিধান ও প্রতিনিধি প্রত্যাহারের বিধান যুক্ত করা, কালোটাকা, পেশিশক্তি, সাম্প্রদায়িকতা ও প্রশাসনিক কারসাজি মুক্তভাবে অবাধ-সুষ্ঠু-গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। খালেকুজ্জামান গণতন্ত্র-ভোটাধিকার ও ভাত-কাপড়-রুটি-রুজির সংগ্রাম জোরদারের জন্য বাসদ ও বাম গণতান্ত্রিক শক্তির পেছনে ঐক্যবদ্ধ হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।