Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মো. নাছের কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্বাহী পরিচালক

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক থেকে নির্বাহী পরিচালক হিসাবে পদোন্নতি পেয়েছেন আবু ফরাহ মো. নাছের।
কেন্দ্রীয় ব্যাংকের মানব সম্পদ বিভাগের এক আদেশে তার এ পদোন্নতি হয়েছে। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের কর্মচারী নির্দেশ নং-এইচআরডি মোতাবেক ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-এর মহাব্যবস্থাপক আবু ফরাহ মো. নাছের কে তারিখে নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি প্রদান করা হয়েছে। নাছের কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার লোহাইমুড়ি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে একাউন্টিং বিষয়ে অনার্সসহ মাস্টার ডিগ্রী অর্জন করে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসাবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ১৯৮৮ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্বাহী পরিচালক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ