পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জাতীয় ঐক্যফ্রন্টের আহবায়ক ড. কামালহোসেন আবারও নির্বাচনের ফলাফল ঘৃণাভরে প্রত্যাখ্যান করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান। সেই সাথে ঐক্যফ্রন্টের সমস্ত প্রার্থীদের নিয়ে আগামী ৩ জানুয়ারি নির্বাচন কমিশনে স্মারকলিপি প্রদানের ঘোষনা দেন। গতকাল মতিঝিলে তার চেম্বারে গতকাল রাতে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। ড. কামাল বলেন, সার্বিক অবস্থা বিবেচনা করে জাতীয় ঐক্যফ্রন্ট কথিত নির্বাচনের ফলাফল ঘৃণাভরে প্রত্যাখ্যান করে পুনরায় নির্দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অশগ্রহণমূলক নির্বাচনের দাবি জানিয়েছে। এই নির্বাচন বাতিল করে পুনঃ নির্বাচনের দাবিতে আগামী ৩ জানুয়ারি ঐক্যফ্রন্টের প্রার্থীরাসহ সকল বিরোধী দলের প্রার্থী নির্বাচন কমিশনে স্মারকলিপি প্রদান করবেন এবং সেখান থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
ড. কামাল হোসেন বলেন, গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নামে যে প্রহসনমূলক নাটক মঞ্চস্থ হলো, তা সমগ্র দেশবাসী প্রত্যক্ষ করেছেন এবং তা হাড়ে হাড়ে উপলব্ধি করেছেন। একটি স্বাধীন ও সার্বভৌম দেশের নির্বাচনী ব্যবস্থাকে কী ভাবে ধ্বংস করা হয়েছে, তা এদেশের মানুষসহ সমগ্র বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তাদের আজ্ঞাবহ প্রধান নির্বাচন কমিশনার। এই কথিত নির্বাচনে আওয়ামী লীগের দলীয় সরকারকে বিজয়ী দেখালেও এতে প্রকারান্তরে হেরেছে বাংলাদেশ ও তার ১৭ কোটি মানুষ। এর মধ্যদিয়ে কবর রচিত হয়েছে আমাদের বহু আকাঙ্ক্ষিত গণতন্ত্রের।
নির্বাচনে ঐক্যফ্রন্ট যে ৭টি আসন পেয়েছে তার কি শপথ গ্রহণ করবে? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরাতো নির্বাচনকে ঘৃণাভরে প্রত্যাখান করেছি। সেখানে শপথের তো কোন প্রশ্নই আসে না।
বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আ স ম আবদুর রব, আব্দুল আউয়াল মিন্টু, ডা. জাফরুল্লাহ চৌধুরী, এডভোকেট সুব্রত চৌধুরী, মাহমুদুর রহমান মান্ন, শহীদুল্লাহ কায়সার প্রমুখ। ##
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।