পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আজ মঙ্গলবার না হলে আগামীকাল বুধবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করবে নিবাচন কমিশন। এ দিকে আগামী বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে নতুন এমপিদের শপথ অনুষ্ঠান। নতুন মন্ত্রিসভা গঠন হচ্ছে আগামী সপ্তাহে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। তবে আগে জাতীয় সংসদে স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী নিজেই নিজের শপথ পাঠ করবেন পরে নির্বাচিত সকল সংসদ সদস্যদের শপথ করাবেন। আজ মঙ্গলবার সচিবালয়ে সকল সরকারি কর্মকর্তাদের মাঝে মিষ্টি বিতরণ করা হবে বলে জানা গেছে।
গতকাল সোমবার নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ ইনকিলাবকে বলেন, দুটি স্থগিত আসন বাদ দিয়ে বাকি ২৯৮ আসনের ভোটগণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করো হয়েছে। এর মধ্যে মহাজোট ২৮৮ আসন, বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট ৭টি ও স্বতন্ত্র প্রার্থী ৩টি আসনে জয়লাভ করেছেন। তিনি বলেন, প্রত্যন্ত এলাকা থেকে ফল আনার কারণে আমাদের একটু দেরি হয়েছে। নির্বাচন শেষ হয়েছে। আমাদের আরেকটি বড় দায়িত্ব হচ্ছে ফলাফলের গেজেট প্রকাশ করা। আমরা আজ না হলে কাল ফলাফলের গেজেট প্রকাশ করবো। এর পর গেজেট প্রকাশ হলে তা স্পিকারের কাছে হন্তান্তর করা হবে। তিনি এর পরবর্তী কার্যক্রম শুরু করবেন। সংসদ সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে।
এদিকে জাতীয় সংসদের আইন শাখার উপসচিব নাজমুল হক ইনকিলাবকে বলেন, নির্বাচন কমিশন থেকে যখন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশের তালিকা পাঠাবে তার তিনদিনের মধ্যে শপথ পাঠ অনুষ্ঠিত হবে। আগামী ৩ তারিখ শপথ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ফাইল অনুমোদনের জন্য স্পিকারে দপ্তরে পাঠানো হয়েছে। তবে শপথের সকল প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি।
অন্যদিকে মন্ত্রিপরিষদ বিভাগের সরকার গঠন ও রাষ্ট্রাচার অধিশাখা থেকে নতুন মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রিপরিষদ বিভাগে এক অতিরিক্ত সচিব ইনকিলাবকে বলেন, শপথ পাঠ করার পর মাননীয় প্রধানমন্ত্রী প্রেসিডেন্টকে বলবেন আমার দল সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে। আপনি সরকার গঠনের প্রক্রিয়া শুরু করতে পারেন।
জানা গেছে, টানা তিনটি জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেল আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট ২০০৮, ২০১৪ সালের পর ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ইতিহাসের নতুন পাতায় জায়গা করে নিল। একাদশ জাতীয় সংসদ নির্বাচন ৩০ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ করা হয। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের পর সব আসনেরই বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। ২৯৮টি আসনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের ২৫৯ জন, জাতীয় পার্টি ২০ জন, জাতীয়তাবাদী দল (বিএনপি) ৫ জন, গণফোরাম ২ জন, বিকল্পধারা বাংলাদেশ ২ জন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ২ জন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ৩ জন, তরিকত ফেডারেশন ১ জন, জাতীয় পার্টি (জেপি) ১ জন এবং স্বতন্ত্র ৩ জন এমপি নির্বাচিত হয়েছে। আর তাদের মূল প্রতিদ্ব›দ্বী জাতীয় ঐক্যফ্রন্ট পেয়েছে ৭টি আসন।
২০১৪ সালে ৫ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিতদের গেজেট প্রকাশের পর জাতীয় সংসদে তাদের শপথ পাঠ করান স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। এবারেও তিনি শপথ পাঠ করাবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।