পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে ‘ওয়ানস্টপ সার্ভিস (ওএসএস) সেন্টার চালু করছে। অর্থনৈতিক অঞ্চলের বিনিয়োগকারীদের একটি জায়গা থেকে প্রয়োজনীয় সবধরনের সেবা দেয়ার লক্ষ্যে এই ব্যবস্থা নেয়া হচ্ছে। বেজার নির্বাহী চেয়ারম্যান প্রণব চৌধুরী বলেন, ওএসএস সেন্টারের মাধ্যমে বেজা বর্তমানে ১১ ধরনের সেবা দিয়ে থাকে। আমরা জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে এই সেন্টার চালুর সব প্রস্তুতি গ্রহণ করেছি। তিনি জানান, ‘ইতোমধ্যে ওয়ানস্টপ সার্ভিস আইন প্রণয়ন করা হয়েছে এবং ওয়ানস্টপ সার্ভিসের জন্য নীতিমালাও প্রণীত হয়েছে। তিনি আরও জানান, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সহযোগিতায় ওএসএস সেন্টারের জন্য সফটওয়ার তৈরি করা হয়েছে।পূর্ণাঙ্গ ওয়ানস্টপ সার্ভিস চালু হলে বাংলাদেশ একটি নতুন যুগে প্রবেশ করবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।