Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিভিন্ন আসনের ফলাফল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০১৮, ১২:৫৮ এএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন আসনে বেসরকারিভাবে ফলাফল পাওয়া গেছে। ফলাফলে এগিয়ে আ.লীগ সমর্থিত মহাজোট প্রার্থীরা।

বগুড়া ১ সংসদীয় আসনে মহাজোট প্রার্থী আব্দুল মান্নান ৩ লাখ ১৭ হাজার ৫শ’ ৬৯ ভোটারের মধ্যে ২ লাখ ৬৭ হাজার ৫শ ৬৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ঐক্যফ্রন্টের কাজি রফিকুল ইসলাম পেয়েছেন ১৬ হাজার ৬শ ৯০ ভোট । বগুড়া ২ সংসদীয় আসনে মহাজোট প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহ ২ লাখ ৯৯ হাজার ৪শ’ ০৬ জন ভোটারের মধ্যে ১ লাখ ৮৫ হাজার ৩শ ৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ঐক্যফ্রন্টের মাহমুদুর রহমান মান্না পেয়েছেন ৫৯ হাজার ৬শ ০৩ ভোট । বগুড়া ৩ সংসদীয় আসনে মহাজোট প্রার্থী নুরুল ইসলাম তালুকদার লাঙ্গল প্রতীকে ২ লাখ ৯৬ হাজার ৪শ’ ৬৯ জন ভোটারের মধ্যে ১ লাখ ৫৬ হাজার ৭শ ৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ঐক্যফ্রন্টের মাসুদা মোমিন পেয়েছেন ৫৮ হাজার ৫শ ৮০ ভোট ।
মাগুরার ২টি আসনে নৌকা বিজয়ী
স্টাফ রির্পোটার মাগুরা থেকে জানান, একাদশ সংসদ নির্বাচনে মাগুরা-১ ও মাগুরা-২ আসনে নৌকা মার্কার প্রার্থী বিজয়ী হয়েছে। বেসরকারী ভাবে ঘোষিত ফলাফলে মাগুরা-১ আসনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর নৌকা প্রতীকে পেয়েছেন ২ লাখ ৭৪ হাজার ১শো ৩০ ভোট, বিএনপি প্রার্থী মো: মনোয়ার হোসেন খান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ১ শো ৬৭ ভোট। মাগুরা-২ আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ড.বিরেন শিকদার নৌকা প্রতীকে পেয়েছেন ২ লাখ ৩০ হাজার ১ শো ১২, বিএনপি প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী পেয়েছেন ৬৫ হাজার ৮ শো ২৮ ভোট।
রাউজানে ফজলে করিম চৌধুরী নির্বাচিত
রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, রাউজানে মহাজোট প্রার্থী এবি এম ফজলে করিম চৌধুরী টানা ৪র্থ বারের মত জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ফজলে করিম চৌধুরী নৌকা প্রতিকে ২ লাখ ৩১ হাজার ৪৪২ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ঐক্যফ্রন্টের ধানের শীষ মার্কার প্রার্থী জসিম উদ্দিন সিকদার পেয়েছেন ২৩০৭ ভোট।ই সলামী আন্দোলনের হাতপাখা প্রার্থী আব্দুল আলী ১৪১৭ ভোট পান।
নোয়াখালী-৬ হাতিয়া আসনে আয়েশা ফেরদাউস নির্বাচিত
নোয়াখালী ব্যুরো জানায়, নোয়াখালী-৩ (হাতিয়া) আসনে বিপূল ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আয়েশা ফেরদৌস। হাতিয়া আসনের ৭৭টি ভোট কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে আয়েশা ফেরদাউস (নৌকা) মার্কা পেয়েছেন ১ লাখ ৭৩ হাজার ৩’শ ভোট। তার নিকটতম প্রতি প্রকৌশলী ফজলুল আজিম (ধানের শীর্ষ) পেয়েছেন ৪ হাজার ৬’শ ভোট।
বাগেরহাট-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী বেগম হাবিবুন নাহার নির্বাচিত
মংলা সংবাদদাতা, বাগেরহাট-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী বেগম হাবিবুন নাহার ১লাখ ৭৫ হাজার ১শ ৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ।তার নিকটতম প্রতিদন্ধি ধানের শীষ প্রার্থী অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ ১৩২৯৫ ভোট পেয়েছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ (রামপাল-মংলা) আসনের মধ্যে দুটি উপজেলায় ৯৬টি ভোট কেন্দ্রে ২ লাখ ২৬ হাজার ২২৭ জন ভোটার ভোটার ছিল। আসনটিতে মোট ভোট কেন্দ্র ছিল ৯৬টি। নৌকা প্রতীক মংলার ৪৮টি কেন্দ্র থেকে পেয়েছে ৮৮ হাজার ৬৭ এবং রামপালের ৪৮টি কেন্দ্র থেকে ৮৭ হাজার ১শ ১৭ ভোট। ধানের শীষ প্রতীক মংলা থেকে ৪ হাজার ৪শ ৪৬ আর রামপাল থেকে ৮ হাজার ৮শ ৪৯ ভোট পেয়েছে।
টাঙ্গাইল-৭ আসনে আওয়ামী লীগের একাব্বর হোসেন বিজয়ী
মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা জানান, টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে মহাজোট মনোনীত আওয়ামী লীগ প্রার্থী টানা তিনবারের এমপি মো. একাব্বর হোসেন বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৫১৭। নিকটতম প্রতিদ্ব›দ্বী দুইবারের সাবেক এমপি ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী ৮৪ হাজার ১৫৪ ভোট। তিনি ৭৭ হাজার ৩৬৩ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন।
চট্টগ্রাম -১ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ইঞ্জনিয়ার মোশাররফ হোসেন
মীরসরাই(চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, চট্টগ্রাম-১ মীরসরাই আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের মধ্যে নৌকা প্রতীকে আওয়ামী লীগের ইঞ্জনিয়ার মোশাররফ হোসেন ২৬৬৬৫৬ ভোট, ধানের শীষ প্রতীকে বিএনপির নুরুল আমিন ৩৯৯১ ভোট, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের মাওলানা সামছুদ্দিন ১৪১৮ ভোট, চেয়ার প্রতীকে ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ মো. আব্দুল মান্নান ২৮৮৩ ভোট, উদীয়মান সূর্যে গণফোরামের নুর উদ্দিন আহমদ ৩২৭ ভোট, এবং হাত-পাঞ্জা প্রতীকে বাংলাদেশ মুসলীম লীগের শেখ জুলফিকার বুলবুল চৌধুরী ২২৮ ভোট।
কুমিল্লা ১১ টি আসনে আওয়ামী লীগের প্রার্থী জয়ী
মুন্সী কামাল আতাতুর্ক মিসেল চান্দিনা (কুমিল্লা) থেকে জানান, কুমিল্লার ১১টি আসনের নির্বাচনের বেসরকারি চ‚ড়ান্ত ফল পাওয়া গেছে। ঘোষিত ফলাফলে অনুযায়ী কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া, কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আওয়ামী লীগের প্রার্থী সেলিমা আহমাদ, কুমিল্লা-৩ (মুরাদনগর) আওয়ামী লীগের প্রার্থী ইউসুফ আবদুল্লাহ হারুন, কুমিল্লা-৪ (দেবীদ্বার) আওয়ামী লীগের প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল। কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আওয়ামী লীগের প্রার্থী আবদুল মতিন খসরু, কুমিল্লা-৬ (আদর্শ সদর, সিটি করপোরেশন ও সেনানিবাস এলাকা) আওয়ামী লীগের প্রার্থী আ ক ম বাহাউদ্দিন, কুমিল্লা-৭ (চান্দিনা) আওয়ামী লীগের অধ্যাপক আলী আশরাফ। কুমিল্লা-৮ (বরুড়া) আওয়ামী লীগের প্রার্থী নাছিমুল আলম চৌধুরী, কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) আওয়ামী লীগের প্রার্থী তাজুল ইসলাম, কুমিল্লা-১০ (সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট) আওয়ামী লীগের প্রার্থী পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আওয়ামী লীগের প্রার্থী রেল পথমন্ত্রী মুজিবুল হক বেসরকালী ভাবে নির্বাচিত হয়েছেন। আজ রবিবার রাত ৮ টার দিকে কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. আবুল ফজল মীর তার সম্মেলন কক্ষে এ ফল ঘোষণা করেন।
ভোলায় আ.লীগ প্রার্থীরা বিজয়ী
ভোলা জেলা সংবাদদাতা জানান, ভোলার চারটি সংসদীয় আসনে আওয়ামী লীগ প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বিজয়ী প্রার্থীরা হলেন, ভোলা সদর আসনে আ.লীগ প্রার্থী তোফায়েল আহমেদ, ভোলা-২ আসনে আলী আজম মুকুল, ভোলা-৩ আসনে নুরুন্নবী চৌধুরী শাওন ও ভোলা-৪ আসনে আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব।
ভোলা সদর আসনে ১১৩টি ভোট কেন্দ্রের বেসরকারি ফলাফলে আ’লীগ প্রার্থী তোফায়েল আহমেদ ২ লাখ ৪২ হাজার ২১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীর ৭ হাজার ২২৪ ভোট। ভোলা-২ আসনের ১১২টি কেন্দ্রের বেসরকারি ফলাফল জানা গেছে। এ আসনে আ’লীগ প্রার্থী আলী আজম মুকুল পেয়েছেন ২ লাখ ২৬ হাজার ১২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বনিদ্ব বিএনপির হাফিজ ইব্রাহিম পেয়েছেন ১৩ হাজার ৯৯৯ ভোট। এ নিয়ে আ.লীগ প্রার্থী মুকুল ২ বার সংসদ সদস্য নির্বাচিত হলেন। ভোলা-৩ আসনের ১১৫টি ভোট কেন্দ্রের মধ্যে সব কেন্দ্রের বেসরকারি ফলে আ’লীগ প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ২ লাখ ৫০ হাজার ৪১১। তার নিকটতম প্রার্থী ইসলামী আন্দোলন প্রার্থী মাওলানা মো: মোসলে উদ্দিন। তিনি পেয়েছেন ৪হাজার ৫৫ ভোট। এখানে বিএনপি প্রার্থী মেজর অব হাফিজ উদ্দিন পেয়েছেন ২ হাজার ৫০২ ভোট।
ভোলা-৪ আসনে ১৩৬টি ভোট কেন্দ্রের বেসরকারি ফলাফল জানা গেছে। এখানে আ.লীগ প্রার্থী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব পেয়েছেন ২ লাখ ৯৯ হাজার ১৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ইসলামী আন্দোলন প্রার্থী এ্যাড. মহিবুল্লাহ পেয়েছেন ৬ হাজার ২২২। এখানে বিএনপির নাজিম উদ্দিন আলম পেয়েছেন ৫ হাজার ৪৭ ভোট। এ নিয়ে আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হলেন।
যশোর- ১ আসনে নৌকার প্রার্থী বিজয়ী
বেনাপোল অফিস জানায়, যশোর-১ আসন (শার্শা) উপজেলায় নৌকার প্রার্থী শেখ আফিল উদ্দিন ২ লাখ ৪ হাজার ২শ ৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী বিএনপি মফিকুল হাসান তৃপ্তি পেয়েছেন ৪ হাজার ৮শ ২ ভোট। যশোর ১ শার্শা আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৩ হাজার ৬শ’। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩১ হাজার ৫শ’ ৪০ ও মহিলা ভোটার ১ লাখ ৩২ হাজার ৬০ জন। পুরুষের তুলনায় মহিলা ভোটার ৫শ’ ২০ জন বেশী। এ আসনে মোট ভোট কেন্দ্র ১০২টি এবং ভোটকক্ষের সংখ্যা ৫২৮টি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ