Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোটারদের কাছে ক্ষমা চাইলেন মোস্তফা মহসিন মন্টু

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৮, ৪:৩৭ পিএম

জাতীয় ঐক্যফ্রন্টের ঢাকা -৭ আসনের প্রার্থী মোস্তফা মহসিন মন্টু ভোটারদের কাছে ক্ষমা চেয়েছেন। আজ রোববার দুপুরে গণফোরাম অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভোটাররা কেন্দ্রে ভোট দিতে গেলেও আমরা তাদের নিরাপত্তা দিতে পারিনি। এ জন্য ভোটারদের কাছে ক্ষমা চাচ্ছি।

মন্টু বলেন, এক বিভীশিখাময় পরিস্থিতিতে ভোট হচ্ছে। ভোর রাতে ২৫ থেকে ৩০ শতাংশ ভোট সিল মেরে ব্যালট বাক্সে ঢুকিয়ে রাখা হয়েছে। যারা নিজেদের স্বাধীনতার ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি দাবি করে তারা এভাবে রাতের আঁধারে ভোট চুরি করবে এটা চিন্তাও করিনি। সকালে আমার আসনের বিভিন্ন কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়া হয়েছে। কোন কোন কেন্দ্রে এজেন্টদের ঢুকতেও দেয়া হয়নি। পুলিশের সহায়তা সকাল নয়টায়ই ঢাকা-৭ আসনের কেন্দ্র দখল হয়ে গেছে। আমিদের এসব বলার পর তারা বলেছে আমাদের করার কিছুই নাই। এজন্য ভোটের মাঠ ছেড়ে এসেছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ