Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি : ইসিতে মান্নানের অভিযোগ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৮, ২:৪১ পিএম

ঢাকা-১০ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী আবদুল মান্নান অভিযোগ করেছেন তার এলাকার ১১৫টি কেন্দ্রের সবকটিতেই এজেন্টদের ঢুকতে দেয়া হয়নি।

আগারগাঁওস্থ নির্বাচন ভবনে এসে রোববার দুপুরে লিখিত অভিযোগে এসব তথ্য জানান।

এসময় তিনি সাংবাদিকদের বলেন, অনেক কেন্দ্র থেকে মারধর করে বের করে দেয়া হয়েছে। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েও সহায়তা পাননি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি নির্বাচন থেকে সরে যেতে আসিনি। আমি আপনাদের সহযোগিতা এবং সত্য তুলে ধরার জন্য অনুরোধ করতে এসেছি।

তিনি বলেন, আমার ব্যক্তিগত মত হচ্ছে, আমি শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত দেখতে চাই তারা কতটা নীচে নামতে পারে।

২০টি কেন্দ্রে পোলিং এজেন্ট দেয়া গেলেও তাদেরকে ভয়ভীতি এবং শারীরিক আঘাত করে বের করে দেয়া হয়। এর মধ্যে ৬ জন রক্তাক্ত। কয়েকজন নারী এজেন্ট রক্তাক্ত অবস্থায় আমার বাসায় আসে।

হাতিরপুলে নারী কমীদেরকে শারীরিকভাবে আঘাত করে বলেও তিনি অভিযোগ করেন।

যেসব কেন্দ্রে এজেন্টদের মারধর করে বের করে দেয়া হয়েছে সেগুলো হলো- ঢাকা সিটি কলেজ, আইডিয়াল কলেজ সেন্ট্রাল রোড, হাতিরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজারিবাগ জরিনা শিকদার বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা কলেজ, টিটি কলেজ, ইভান ল্যাবরেটরি স্কুল, ডা: মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ, কাকলী হাই স্কুল অ্যান্ড কলেজ, ধানমন্ডী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

এসব কেন্দ্রে এজেন্টদের পুলিশ গ্রেফতার, এজেন্টদের বের করে দেয়া, ঢুকতে না দেয়া, আলিমসহ বেশ কয়েকজনকে অ্যামবুলেন্সে তুলে নিয়ে গিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ঢাকা-১০ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী আবদুল মান্নান অভিযোগ করেছেন তার এলাকার ১১৫টি কেন্দ্রের সবকটিতেই এজেন্টদের ঢুকতে দেয়া হয়নি।

আগারগাঁওস্থ নির্বাচন ভবনে এসে রোববার দুপুরে লিখিত অভিযোগে এসব তথ্য জানান।

এসময় তিনি সাংবাদিকদের বলেন, অনেক কেন্দ্র থেকে মারধর করে বের করে দেয়া হয়েছে। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েও সহায়তা পাননি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি নির্বাচন থেকে সরে যেতে আসিনি। আমি আপনাদের সহযোগিতা এবং সত্য তুলে ধরার জন্য অনুরোধ করতে এসেছি।

তিনি বলেন, আমার ব্যক্তিগত মত হচ্ছে, আমি শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত দেখতে চাই তারা কতটা নীচে নামতে পারে।

২০টি কেন্দ্রে পোলিং এজেন্ট দেয়া গেলেও তাদেরকে ভয়ভীতি এবং শারীরিক আঘাত করে বের করে দেয়া হয়। এর মধ্যে ৬ জন রক্তাক্ত। কয়েকজন নারী এজেন্ট রক্তাক্ত অবস্থায় আমার বাসায় আসে।

হাতিরপুলে নারী কমীদেরকে শারীরিকভাবে আঘাত করে বলেও তিনি অভিযোগ করেন।

যেসব কেন্দ্রে এজেন্টদের মারধর করে বের করে দেয়া হয়েছে সেগুলো হলো- ঢাকা সিটি কলেজ, আইডিয়াল কলেজ সেন্ট্রাল রোড, হাতিরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজারিবাগ জরিনা শিকদার বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা কলেজ, টিটি কলেজ, ইভান ল্যাবরেটরি স্কুল, ডা: মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ, কাকলী হাই স্কুল অ্যান্ড কলেজ, ধানমন্ডী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

এসব কেন্দ্রে এজেন্টদের পুলিশ গ্রেফতার, এজেন্টদের বের করে দেয়া, ঢুকতে না দেয়া, আলিমসহ বেশ কয়েকজনকে অ্যামবুলেন্সে তুলে নিয়ে গিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ