পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক বলেছেন, সারাদেশে উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। ভোটকেন্দ্রে ভোটাদের উপস্থিতি সরব। ভোটারদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করবে।
ধানমন্ডিতে দলীয় প্রধান শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নানক বলেন, বিএনপি-জামায়াত ও ঐক্যফ্রন্টের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের কারণে জনগণ তাদের প্রত্যাখ্যান করছে। তারা দেশের বিভিন্ন জায়গায় আমাদের কর্মীদের ওপর হামলা করছে। রাঙ্গামাটির ঘাসখালিতে বাছির উদ্দিন নামে এক যুবলীগ কর্মীকে বিএনপি-জামায়াত খুন করেছে।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতা আবদুর রহমান, বিএম মোজাম্মেল, দেলোয়ার হোসেন, বিপ্লব বড়ুয়া, মারুফা আক্তার পপি, গোলাম রাব্বানী চিনু, যুবলীগ সভাপতি ওমর ফারুক চৌধুরী ও স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোল্লা মো. আবু কায়সার উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।