পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনের সংসদ সদস্য ও অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ভোট প্রদান করেছেন। রবিবার সকাল সোয়া ১০টার দিকে দিকে নগরীর বন্দরবাজারস্থ দুর্গাকুমার সরকারী প্রাথমিক বিদ্যালয় (দুর্গাকুমার পাঠশালা) কেন্দ্রে পরিবারের সদস্যদের নিয়ে ভোট দেন তিনি।
এসময় তার সাথে ছোট ভাই ও মহাজোট প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন, বোন জাতীয় অধ্যাপিকা সাহেলা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
ভোট প্রদান শেষে সাংবাদিকদের কাছে অর্থমন্ত্রী বলেন, ‘২০০৮ সালের পর এবার ভোটে একটি উৎসবের আমেজ বিরাজ করছে। ২০১৪ সালে বিএনপি নির্বাচনে না আসায় উৎসবের আমেজ ছিল না। তবে ভোটের মাঠে কিছুটা উত্তেজনা থাকবেই এটা স্বাভাবিক বিষয়।’
তিনি বলেন, ‘ইউরোপ, আমেরিকায় ৪০ থেকে ৫০ শতাংশ ভোট কাস্ট হয়। কিন্তু আমাদের দেশে সবসময় ৬০ থেকে ৭০ শতাংশ হয়। কিন্তু এবার মানুষের মাঝে ভোট দেওয়ার যে প্রবণতা দেখছি, তাতে আমার মনে হয় ৮০ শতাংশ ভোট কাস্ট হবে।’
সিলেট-১ আসনে নিজের ছোট ভাই এ কে মোমেন বিজয়ী হবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন মুহিত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।