Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোটারদের শুভেচ্ছা জানিয়েছেন জাতিসংঘ প্রতিনিধি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ পিএম

ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো দেশের সব ভোটারদের শুভেচ্ছা জানিয়েছেন। একইসঙ্গে ভোটাররা পছন্দের প্রার্থীদের যেন ভোট দিতে পারেন, সেই প্রত্যাশাও করেছেন তিনি।
আজ রোববার সকালে এক টুইটার বার্তায় এই প্রত্যাশা করেন তিনি। জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির বাংলাদেশ প্রতিনিধি মিয়া সেপ্পো টুইট বার্তায় বলেন, বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন শুরু হয়েছে। এদেশের সব ভোটারদের শুভেচ্ছা জানাই। ভোটাররা যেন শান্তিপূর্ণ পরিবেশে কোনো ধরনের ভয় ও হুমকি ছাড়াই তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন সেই প্রত্যাশা করেন তিনি।
৩০ ডিসেম্বর সকাল ৮টা থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ