Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

বিরোধীদের গ্রেফতার থেমে নেই

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

ভোটের আগের দিন বলে থেমে থাকেনি বিরোধীদের গ্রেফতার-হয়রানি। গতকালও রাজধানীসহ সারাদেশে বিএনপিসহ ঐক্যফ্রন্টের নেতকর্মীদের গ্রেফতার ও হয়রানি অব্যাহত ছিল। তফসিল ঘোষণার পর থেকে গত শুক্রবার পর্যন্ত বিএনপি ও ঐক্যফ্রন্টের সাড়ে ১১ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। এ সময়ে নেতাকর্মীদের বিরুদ্ধে ৯৫৭টি মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হয়। শুধু শুক্রবারেই বিভিন্ন জেলায় বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের বিরুদ্ধে ৫৯টি বানোয়াট মামলা দায়ের করা হয়েছে। ওইদিন গ্রেফতার করা হয় ১ হাজার ১৭৭ জন। বিএনপির যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের অন্যান্য নেতাকর্মীরা এসব অভিযোগ করেন।
অভিযোগে বলা হয়, গতকাল দুপুরে ঢাকা-৮ আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী মির্জা আব্বাসের শাজাহানপুরের বাসায় অভিযান চালায় পুলিশ। এ সময় বাসা থেকে তিন নেতাকর্মীকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। লালবাগের স্থানীয় নেতাকর্মীদের সূত্রে জানা গেছে, গত শুক্রবার মধ্যরাতে পুরান ঢাকার লালবাগের পোস্তা এলাকা থেকে যুবদল ঢাকা মহানগর দক্ষিণের ১ম যুগ্ন সাধারণ সম্পাদক সাইদ হাসান মিন্টুকে গ্রেফতার করে পুলিশ। তার সাথে রিপন নামে আরেক যুবদল নেতাকেও গ্রেফতার করা হয়।
একইদিনে ঢাকা-৪ শ্যামপুর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ কবির, ৫৩ নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ফারুক, সাংগঠনিক সম্পাদক মেরাজুল ইসলাম বাবুল, ছাত্রদল নেতা মোহাম্মদ জুয়েলকেও গ্রেফতার করা হয়।
কেন্দ্রীয় নেতারা বলেন, শুক্রবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত পোশাকধারী ও সাদা পোশাকে ঢাকা-২ নির্বাচনী আসনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমিরের বাসা ঘিরে রাখে পুলিশ। পরে বাসার ভেতরে ঢুকে সবগুলো রুমে তল্লাসী চালানো হয়। এ সময় ইরফানের ড্রাইভার বাদশাসহ চারজনকে গ্রেফতার করে নিয়ে যায়।
এদিকে, গতকাল পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গত ৮ নভেম্বর তফসিল ঘোষণার পর থেকে গত ২৮ ডিসেম্বর পর্যন্ত মোট ১১ হাজার ৫০৬ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। এ সময় গায়েবী ও মিথ্যা মামলা দেওয়া হয় ৯৫৭টি। তিনি বলেন, শুধু শুক্রবারেই বিএনপিসহ ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় বানোয়াট মামলা দায়ের করা হয়েছে ৫৯টি। এ ছাড়া ওইদিন ১ হাজার ১৭৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। তিনি নেতাকর্মী ও সমর্থকদের ওপর আওয়ামী লীগের হামলার তীব্র নিন্দা, ধিক্কার ও প্রতিবাদ জানিয়ে গ্রেফতার নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।



 

Show all comments
  • Mahbub Rasel ৩০ ডিসেম্বর, ২০১৮, ২:২৪ এএম says : 0
    রাতে শুরু হয়েছে চিরুনী অভিযান। মনে হচ্ছে ভোটের দিনেও গ্রেফতার হবে।
    Total Reply(0) Reply
  • Mirajul Islam ৩০ ডিসেম্বর, ২০১৮, ২:২৪ এএম says : 0
    ব্যালটে সিল মারার উৎসব রাতেই শুরু হয়ে গেছে
    Total Reply(0) Reply
  • Nusrat Jahan ৩০ ডিসেম্বর, ২০১৮, ২:২৫ এএম says : 0
    Khomota dawar Malik allah
    Total Reply(0) Reply
  • দাউদ দস্তগীর ৩০ ডিসেম্বর, ২০১৮, ২:২৫ এএম says : 0
    জালেমরা এক দিন না এক দিন নিঃশেষ হবে। এটাই ইতিহাসের শিক্ষা।
    Total Reply(0) Reply
  • Kawsar Raiyan ৩০ ডিসেম্বর, ২০১৮, ২:২৬ এএম says : 0
    আমার এলাকায় বিএনপির এজেন্ট দেয়ার মতো কোনো নেতাকর্মী অবশিষ্ট নেই। এবার বুঝেন গ্রেফতারের কী অবস্থা।
    Total Reply(0) Reply
  • সোহাগ আল আমিন ৩০ ডিসেম্বর, ২০১৮, ২:২৭ এএম says : 0
    আমার তো মনে হয় বেপরোয়া পুলিশ ভোটের লাইন থেকেও ধানের শীষ প্রতীক দেখে গ্রেফতার করবে।
    Total Reply(0) Reply
  • বিপ্লব বড়ুয়া ৩০ ডিসেম্বর, ২০১৮, ২:২৮ এএম says : 0
    সারাদেশে পুলিশের হয়রানি-নির্যাতন দেখলে মনে হয় কিয়ামত ভোর হওয়ার আগেই সংঘটিত হবে।
    Total Reply(0) Reply
  • Arif ৩০ ডিসেম্বর, ২০১৮, ৬:৩২ এএম says : 0
    কেনো এই গ্রেফতার।নির অপরাদ মানুষদের কে এই ভাবে হয় রানী করতেছে।যারা অপরাধ করে তারা দোয়া ছোয়া বাইরে।যানতে ছাই
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ