Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশ-বিদেশে সেনাবাহিনীর সুনাম রয়েছে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

দেশে বিদেশে আমাদের সেনাবাহিনীর ব্যাপক সুনাম রয়েছে মন্তব্য করেছেন ঢাকা-১৪ আসনে ধানের শীষের প্রার্থী সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু। এ সুনামকে অক্ষুন্ন রাখতে জনগণের ভোটাধিকার নিশ্চিতে সেনাবাহিনী তার সর্বাত্মক সহায়তা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। সাজু অভিযোগ করে বলেন, গত শুক্রবার ২৩ জনসহ আমার নির্বাচনী এলাকার দুই শতাধিক নেতাকর্মী-সমর্থকদের গ্রেফতার করার পরেও আমার বাড়ীতে সাধারন মানুষের ঢল থামিয়ে রাখতে পারেনি প্রশাসন। গতকাল (শনিবার) দারুস সালামের নিজ বাসভবনের প্রধান নির্বাচনী কার্যালয়ে সংসদীয় আসনের সাধারণ জনগনের সাথে মত বিনিময় ও পোলিং এজেন্ট বিষয়ক এক জনাকীর্ণ কর্মশালায় সাজু এ সব কথা বলেন। রাতের আঁধারে বাংলাদেশে যে ভোটের সংস্কৃতি চালু হয়েছে তা বন্ধ করে জনগনের ভোটাধিকার নিশ্চিেেত সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ