পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জাল ভোটে ব্যালট বক্স পূর্ণ করার অভিযোগকে হাস্যকর বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম। তিনি বলেন, স্বচ্ছ ব্যালট বাক্সের মাধমেই ভোট হবে। পলিং এজেন্টেদের ব্যালট বক্স ও ব্যালট পেপার ক্ষতিয়ে দেখতে হবে। পলিং এজেন্টেদের দায়িত্ব ব্যালট বক্স ভর্তি কিনা, ব্যালটের পাতা ছেড়া রয়েছে কিনা তা দেখা।
গতকাল বিকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঐক্যফ্রন্ট নেতাদের অভিযোগের প্রেক্ষিতে তিনি এসব কথা বলেন। এইচ টি ইমাম পাল্টা অভিযোগ করে বলেন, বিএনপি-জামায়াত ও ঐক্যফ্রন্ট নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্যে ভূয়া ভোট কেন্দ্র, ব্যালট পেপার তৈরী করে ভোটারদের মাঝে ভীতি সৃষ্টির চেষ্টা করবে।
তিনি বলেন, দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত ও পলাতক আসামি তারেক রহমান ভিডিও বার্তার মাধ্যমে নাশকতার নির্দেশনা দিয়েছেন। তারেকের বক্তৃতায় শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ বিনষ্টের পরিকল্পনা ও সন্ত্রাস সৃষ্টির নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি সংঘবদ্ধভাবে গেরিলা কায়দায় ভোটকেন্দ্র দখলের হুমকি দিয়েছেন। নির্বাচনকে প্রশ্নবিদ্ধি করতে বিএনপির নেতা মওদুদ আহমেদ ইতিমধ্যেই অভিযোগপত্র লিখে রেখেছে।
প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, নির্বাচন পরিচালনার সমস্ত দায়িত্ব নির্বাচন কমিশনের; সরকারের নয়। নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন। ইসিকে শক্তিশালী করতে আওয়ামী লীগ সরকার যুগান্তরকারী পদক্ষেপ পালন করেছে। এখন আর কমিশন সরকারের মুখাপেক্ষী নয়।
নৌকার পক্ষে অভূতপূর্ব গণজোয়ারের পাশাপাশি বিশ্ব গণমাধ্যম গুলোতে আসা প্রতিবেদনের কথা উল্লেখ করে তিনি বলেন, তৃতীয় বারের মতো আবারও নিরঙ্কুশ বিজয় পাবে আওয়ামা লীগ । তিনি বলেন, আগামী কালের নির্বাচনে শুধু শেখ হাসিনা বা আওয়ামী লীগের জন্য গুরুত্বপূর্ণ নয় এটি গোটা বাংলাদেশের এবং এর উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগ বিশ্বাস করে কাল সারাদেশে শান্তিপূর্ণ ভাবে এবং অংশগ্রহণমূলক একটি নির্বাচন হবে। এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পাবে আওয়ামা লীগ।
আওয়ামী লীগের মিডিয়া উপ-কমিটির সদস্য সচিব কাশেম হুমায়ুনে সভাপতিত্বে আরও উপস্থিতি ছিলেন, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, সাবেক মন্ত্রী ইয়াফেস ওসমান, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, উপ-দপ্তর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।