পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন অথচ নির্বাচনে ভোট দিতে রংপুর যাননি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি রংপুর-৩ আসনের প্রার্থী। অথচ নিজেকেই ভোট দেয়ার আগ্রহ নেই তার। এর আগে ২০১৪ সালের সংসদ নির্বাচনেও তিনি ভোট দেননি।
সিংগাপুরে চিকিৎসা নিয়ে ভোটের তিন দিন আগে দেশে ফিরেছেন সাবেক প্রেসিডেন্ট এরশাদ। দেশে ফিরে তিনি নির্বাচনী এলাকা রংপুর-৩ (সদর ও সিটি কর্পোরেশন) আসনে যাননি। এমনকি তিনি প্রার্থী হয়েও একদিনও নির্বাচনী প্রচারণায় নামার প্রয়োজন বোধ করেননি। তিনি রংপুর মহানগরীর সেনপাড়ার তোজাম্মেল হোসেন মেমোরিয়াল শিশুমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার। এর আগে তিনি ঢাকা-১৭ আসন থেকে নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নেন।
রংপুর-৩ (সদর ও সিটি কর্পোরেশন) আসনে ১৭৫টি ভোট কেন্দ্রের ৯০৬টি ভোটকক্ষে ইভিএম-এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ওই আসনে ভোটার ৪ লাখ ৪১ হাজার ৬৭১ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।