Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগামীকাল আলো আসবেই: রিজভী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৮, ৪:১৮ পিএম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন ঘিরে চলছে বিরামহীন পুলিশি হয়রানি, মামলা ও গ্রেফতার। তবু ভোটার ও ধানের শীষের সমর্থকদের দলের পক্ষ থেকে আহ্বান জানাব-আগামীকাল আলো আসবেই।

আজ শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, আজ রাত পোহালেই নির্বাচন। ইতিমধ্যে দেশের বিভিন্ন এলাকায় জনগণ অগণতান্ত্রিক শক্তি দুর্বৃত্তদের প্রতিরোধ করা শুরু করেছে। জনগণের শক্তির কাছে দুর্বৃত্তরা পরাজিত হবেই-এটিই ইতিহাসের শিক্ষা।

তিনি বলেন, বিস্তৃত বাংলার কুটিরে, নদীর ঘাটে, ধানের ক্ষেতে, বটের ছায়ায়, শহরের বুকে, নির্জন প্রান্তরে, পদ্মার চরে, মেঘনা-যমুনা-করতোয়া-ধলেশ্বরীর টেউয়ের চূড়ায় সর্বত্রই ধানের শীষের প্রতিচ্ছবি দেখা যায়।

‘সুতরাং এই ধানের শীষের প্রতীক স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক। নিপীড়িত মানুষের প্রতীক, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতীক, আবেগ ও প্রত্যাশার প্রতীক, শান্তি-উন্নয়ন ও অগ্রগতির প্রতীক, দুঃশাসন থেকে মুক্তির প্রতীক।’



 

Show all comments
  • মুন্সুর ২৯ ডিসেম্বর, ২০১৮, ৪:৪৮ পিএম says : 0
    প্রিজাইডিং অফিসাররা কিছু ব্যালট পেপারে আগে থেকেই সাক্ষর করে দিচ্ছে। স্থানীয় নেতাদের কাছে থাকবে ব্যালট গুলো। সকালে আ'লীগ নেতারা শান্তিপূর্ণ ভাবে ভোট কেন্দ্রে যেয়ে এক একজন ৪-৫টি করে ব্যালট বাক্সে ফেলে আসবে। এতে সবাই মনে করবে নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে।
    Total Reply(0) Reply
  • Anwar ২৯ ডিসেম্বর, ২০১৮, ৬:০২ পিএম says : 0
    নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোট কেন্দ্রে আপনাদের উপস্থিতি দেখে দূর্বৃত্তরা পালিয়ে যেতে বাধ্য হবে। Right Right Right
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ