Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশবাসীর প্রতি ভোটাধিকার প্রয়োগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৮, ১:৩৯ পিএম

ভয়-ভীতি, হামলা-আক্রমণ ও ভোট সন্ত্রাসীদের পরাজিত করে, সাহস ও দৃঢ়তা নিয়ে ৩০শে ডিসেম্বর ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগের জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল। তিনি বলেন, প্রত্যক্ষ ও পরোক্ষ যাবতীয় চাপ ও হুমকি মোকাবিলা করে ভোট প্রদানের মাধ্যমেই দেশবাসীর নিজেদের সাংবিধানিক অধিকার ফিরিয়ে আনতে হবে। ভোটারদের সংগঠিত উপস্থিতি ও সচেতন প্রতিরোধের মাধ্যমেই কেবল ভোট জালিয়াতির মোকাবিলা করা সম্ভব। শুক্রবার এক বিবৃতিতে ৮টি দল নিয়ে গঠিত বাম গণতান্ত্রিক জোটের এই সমন্বয়ক এসব কথা বলেন।
নির্বাচন কমিশনের সরকার অনুগত ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে সাইফুল হক বলেন, ৩০শে ডিসেম্বরের নির্বাচন ব্যর্থ হলে বা তামাশায় পরিণত হলে, তার মূল দায়দায়িত্ব নির্বাচন কমিশনকেই বহন করতে হবে। এ দেশের মানুষ তখন নির্বাচন কমিশনকেই বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। তিনি বলেন, নির্বাচন কমিশনের ব্যাপক সহিংসতার আশঙ্কায় নির্বাচনের দিন হাসপাতাল প্রস্তুত রাখার নির্দেশনা একদিকে চরম দায়িত্বহীনতার বহিঃপ্রকাশ, আর অন্যদিকে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা। মানুষ যেন ভোটকেন্দ্রে না যায় এই উদ্দেশ্যেই এই ধরনের নির্দেশনা দেয়া হয়েছে বলে সন্দেহ প্রকাশ করেন তিনি।
বিবৃতিতে সরকার ও সরকারি দলের উদ্দেশ্যে তিনি বলেন, আবারো মানুষের ভোটাধিকার কেড়ে নেবার কোনো তৎপরতা সরকারের জন্য আত্মঘাতী হবে এবং জবরদস্তি করে নির্বাচনে জেতার প্রয়াস গোটা দেশের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ