Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

পরাজয় নিশ্চিত জেনে বিএনপি নেতাদের মুখে হতাশার সুর- ওবায়দুল কাদের

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৮, ১:০৭ পিএম

বিএনপি নেতাদের ফোনালাপের বিষয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে বিএনপি নেতাদের মুখে এখন হতাশার সুর। তারা সম্ভবত ২০/৩০টির বেশি আসন পাবেনা জেনে নির্বাচনে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে। তবে তাদের সকল ধরনের সহিংসতার জবাব দেওয়ার জন্য ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা নিশ্চিত করেছে নির্বাচন কমিশন

আজ শনিবার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় কালে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী ওবায়দুল কাদের আরো বলেন, শুরু থেকে নির্বাচনের বিষয়ে যে শংকা ছিল তা এখন আর নেই। আকাশে মেঘ থাকবেই, কিন্তু শেষ পর্যন্ত মেঘ কেটে যায়। যে কালো মেঘ ছিল তা এখন কেটে গেছে। আমার সবাই জানি শেষ ভালো যার সব ভালো তার। ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতিতে গণজোয়ার সৃষ্টি হবে। আমাদের জয়ের ব্যাপারে কোন সন্দেহ নেই। বিজয়ের মাসে নৌকা বিজয় নিয়ে বন্দরে পৌঁছবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নোয়াখালী-৪ আসনের আ’লীগ প্রার্থী ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহীন, পৌর মেয়র শহীদ উল্ল্যাহ খান সোহেল সহ দলের নেতৃবৃন্দ।



 

Show all comments
  • রুবেল ২৯ ডিসেম্বর, ২০১৮, ১:০৭ পিএম says : 0
    এমোন কোনো ইতিহাসে নাই যে দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হয়েছে! বাংলাদেশে আজ পর্যন্ত দলীয় সরকারের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে, তার প্রতিটিতেই জয়ী হয়েছে ক্ষমতাসীনেরা। বাংলাদেশের ইতিহাসের সবো গুলো জাতীয় সংসদ নির্বাচনের চিত্রই একই।দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন আশা করা বোকামী।
    Total Reply(0) Reply
  • রুবেল ২৯ ডিসেম্বর, ২০১৮, ১:২৩ পিএম says : 7
    এমোন কোনো ইতিহাসে নাই যে দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হয়েছে! বাংলাদেশে আজ পর্যন্ত দলীয় সরকারের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে, তার প্রতিটিতেই জয়ী হয়েছে ক্ষমতাসীনেরা। বাংলাদেশের ইতিহাসের সবো গুলো জাতীয় সংসদ নির্বাচনের চিত্রই একই।দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন আশা করা বোকামী।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ